ডাবল সেঞ্চুরি, দুই ইনিংসেই শতরান, শততম টেস্টে নজির
বিশ্বের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে একশো টেস্ট খেলেছিলেন সচিন তেন্ডুলকর। কেরিয়ারের একশোতম টেস্টে ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে সচিন একটাই ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন। করেছিলেন ৫৪ রান। ম্যাচটি ড্র হয়।
চেন্নাইয়ে শততম টেস্ট খেলছেন জো রুট। আর তাতে ডাবল সেঞ্চুরি করলেন ইংরেজ অধিনায়ক। তিনিই বিশ্বের প্রথম ক্রিকেটার যাঁর শততম টেস্ট ম্যাচে ডাবল সেঞ্চুরি করার নজির রয়েছে।
২০০৬ এর জানুয়ারিতে সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেরিয়ারের শততম টেস্ট খেলেছিলেন রিকি পন্টিং। সেই ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি করেন পন্টিং। প্রথম ইনিংসে ১২০ রান করার পর দ্বিতীয় ইনিংসে পন্টিং ১৪৩ রানে অপরাজিত ছিলেন। সব ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
১৯৮৯ সালের ঐতিহাসিক সিরিজ। দেশের মাটিতে পাকিস্তান খেলেছিল ভারতের বিরুদ্ধে। সেই সিরিজেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক সচিনের। লাহৌরে ভারতের বিরুদ্ধে কেরিয়ারের একশোতম টেস্ট ম্যাচটি খেলেছিলেন কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদ। তিনি করেছিলেন ১৪৫ রান।
২০০৫ সালে বেঙ্গালুরুতে ভারতের বিরুদ্ধে কেরিয়ারের একশোতম টেস্ট ম্যাচ খেলেছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক। সেই ম্যাচে তিনি সেঞ্চুরি করেছিলেন। ১৮৪ রান করেন ইনজি।