✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

'আরে ওখানে তোর প্রেমিকা দাঁড়িয়ে নেই', শ্রীসন্থকে বলেছিলেন ধোনি, আর কী মজার মন্তব্য করতেন উইকেটের পিছন থেকে, দেখুন ছবিতে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  19 Aug 2020 02:33 PM (IST)
1

২০১২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের বিরুদ্ধে টেস্টে ছন্দ হাতড়ে বেড়াচ্ছিলেন পেসার ইশান্ত শর্মা। ধোনি তাঁকে ডেকে বলেন, ‘অগর চৌকা গয়া তো মেরা রিস্ক হ্যায়। তু বিন্দাস ডাল। তুঝে অগর এক ফিল্ডার অউর চাহিয়ে তো ম্যায় বুলা লুঙ্গা। মুঝে কোয়ি প্রবলেম নহী হ্যায়।’ সেদিন বল হাতে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন ইশান্ত। ওই স্পেলেই নিয়েছিলেন ৩ উইকেট।

2

২০১৪ সালে একটি টেস্ট ম্যাচে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। ক্রিজে ব্রেন্ডন ম্যাকালাম আর বি জে ওয়াটলিং। বল করছিলেন রবীন্দ্র জাডেজা। প্রচুর রান বেরিয়ে যাচ্ছিল। ধোনি স্টাম্পসের পিছন থেকে বলে ওঠেন, ‘জাড্ডু থোড়া অফ মে ডাল। পূজারা কো উধর তালি বাজানে নহী রাখা হ্যায়।’ যার অর্থ, অফস্টাম্পে বল কর। পূজারাকে আমি হাততালি দেওয়ার জন্য ওখানে ফিল্ডিংয়ে রাখিনি। আর একবার জাডেজার বোলিং দেখে ধারাভাষ্যকারদের নকল করে ধোনি বলেছিলেন, ‘ভরপুর বোলিং কা প্রদর্শন করতে হুয়ে রবীন্দ্র জাডেজা।’

3

আমদাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলছে ভারত। কেন উইলিয়ামসনকে বল করছিলেন প্রজ্ঞান ওঝা। ফিল্ডিং সাজানোর সময় শ্রীসন্থকে আর একটু ওয়াইডিশ দাঁড়াতে বলেন ধোনি। শুনতে পাননি শ্রীসন্থ। বিরক্ত ধোনি চিৎকার করে ওঠেন, ‘ওয়ে শ্রী, গার্লফ্রেন্ড নহী হ্যায় উধর, ইধর আজা থোড়া।’

4

স্টাম্পসের পিছনে দাঁড়িয়ে ধোনির ম্যাচ রিডিং বরাবরই অনবদ্য। বোলারদের সব সময়ই পরামর্শ দিতেন, কোন ব্যাটসম্যানকে কীভাবে বল করতে হবে। সেপ্টেম্বরে ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম ওয়ান ডে-তে তিনি নবাগত কুলদীপ যাদব-যুজবেন্দ্র চাহালকেও একইভাবে পরামর্শ দিয়েছিলেন। ক্রিজে ব্যাট করছিলেন ডেভিড ওয়ার্নার। বল হাতে কুলদীপ। ধোনি পিছন থেকে বলে উঠলেন, একটু পিছনে করো, অর্থাৎ, একটু শর্ট অফ লেংথ। তাতেই জব্দ হন ওয়ার্নার। আউটও হয়ে যান। ম্যাচের পর কুলদীপ নিজেই জানিয়েছিলেন, কীভাবে তাঁকে ওয়ার্নারকে আউট করতে সাহায্য করেছিলেন ধোনি। এছাড়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে রান খরচ করে ফেলছিলেন চাহাল। ধোনি স্টাম্পসের পিছন থেকে বলেন, ডান্ডে পে ডাল। যদিও চাহাল আগের লেংথেই বল করে যান। রেগে গিয়ে ধোনি পিছন থেকে বলে ওঠেন, ‘তু ভি নহী সুনতা হ্যায় কয়া?’ চাহাল লেংথ বদলান। খুশি হয়ে ধোনি বলেন, ‘এভাবেই করো।‘

5

২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের একটি ঘটনা। ভারত একজন বোলার কম খেলাচ্ছিল। বিরাট কোহলিকে বল করতে ডাকেন ধোনি। কোহলি একটি ওয়াইড ইয়র্কারে ফিরিয়ে দেন কেভিন পিটারসেনকে। তারপরই উত্তেজিত কোহলি বল হাতে একের পর এক বৈচিত্র দেখাতে চেষ্টা করেন। তাতে ফল হয় উল্টো। ওয়াইড আর বাই হিসাবে অনেক রান বেরিয়ে যাচ্ছিল। ধোনি চেঁচিয়ে বলেন, ‘জিতনা বোলা হ্যায় উতনা কর। বোলার মত বন।’ অর্থাৎ, যেটুকু বলা হয়েছে সেটুকুই কর। বোলার হওয়ার চেষ্টা করিস না।

  • হোম
  • ফটো গ্যালারি
  • খবর
  • 'আরে ওখানে তোর প্রেমিকা দাঁড়িয়ে নেই', শ্রীসন্থকে বলেছিলেন ধোনি, আর কী মজার মন্তব্য করতেন উইকেটের পিছন থেকে, দেখুন ছবিতে
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.