✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

সাড়ে ১৫ কোটি টাকার বোলারের ঝুলিতে মাত্র ১২ উইকেট, প্রায় ৮ কোটির ব্যাটসম্যান ৮ ম্যাচে করেছেন ৬২!

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  13 Nov 2020 08:38 PM (IST)
1

রবিন উথাপ্পা: ৩ কোটি টাকায় কর্নাটকের তারকাকে ধরে রেখেছিল রাজস্থান রয়্যালস। ১২ ম্যাচে মাত্র ১৯৬ রান করেছেন উথাপ্পা। গড়? ১৬.৩৩। মিডল অর্ডার ছেড়ে পছন্দের ওপেনিংয়ে ফিরেছিলেন টুর্নামেন্টের মাঝপথে। ছন্দ ফেরেনি উথাপ্পার।

2

জয়দেব উনাদকাট: সৌরাষ্ট্রের পেসারকে ৩ কোটি টাকায় ধরে রেখেছিল রাজস্থান রয়্যালস। সদ্যসমাপ্ত আইপিএলে ৭টি মাত্র ম্যাচ খেলেছেন। নিয়েছেন ৪ উইকেট। ব্যাটে করেছেন ৯ রান!

3

আন্দ্রে রাসেল: কলকাতা নাইট রাইডার্সের প্লে অফের আগেই বিদায় ঘটে যাওয়ার নেপথ্যে অন্যতম বড় কারণ মাসল রাসেলের নিষ্প্রভ থাকা। সাড়ে ৮ কোটি টাকায় ক্যারবিয়ান অলরাউন্ডারকে ধরে রেখেছিল কেকেআর। চোট-আঘাতে জর্জরিত রাসেল খেলেছেন ১০ ম্যাচ। ১৩ গড়ে করেছেন মাত্র ১১৭ রান। সর্বোচ্চ? ২৫। বল হাতে মাত্র ৬ উইকেট নিয়েছেন।

4

গ্লেন ম্যাক্সওয়েল: ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় ম্যাড ম্যাক্সকে ধরে রেখেছিল প্রীতি জিন্টার দল। চূড়ান্ত হতাশ করেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার। কিংস ইলভেন পঞ্জাবের হয়ে ১৩টি ম্যাচে ১৫.৪২ গড়ে ১০৮ রান করেছেন। বল হাতে নিয়েছেন মাত্র ৩ উইকেট।

5

কুলদীপ যাদব: চায়নাম্যান স্পিনার এবারের আইপিএল দ্রুত ভুলতে চাইবেন। তাঁকে কলকাতা নাইট রাইডার্সের বোলিং অস্ত্রাগারের অন্যতম শক্তি মনে করা হয়। এবারের আইপিএলে খেলেছেন মাত্র ৫টি ম্যাচ। ৫ কোটি ৮০ লক্ষ টাকায় তাঁকে ধরে রেখেছিল শাহরুখের দল। কুলদীপ ৫ ম্যাচে মাত্র ১ উইকেট নিয়েছেন।

6

কেদার যাদব: মহারাষ্ট্রের ব্যাটসম্যানের জন্য চেন্নাই সুপার কিংস খরচ করেছে ৭ কোটি ৮০ লক্ষ টাকা। যদিও ত্রদোশ আইপিএল দ্রুত ভুলতে চাইবেন কেদার। সিএসকে প্লে অফে উঠতে পারেনি। আর ৮ ম্যাচে মাত্র ৬২ রান করেছেন কেদার। অর্থাৎ তাঁর প্রতিটি রানের মূল্য প্রায় এক লক্ষ ২৬ হাজার টাকা!

7

জিমি নিশাম: কিউয়ি পেসারকে বেস প্রাইস ৫০ লক্ষ টাকাতেই কিনেছিল কিংস ইলেভেন পঞ্জাব। তবে পারফরম্যান্সে হতাশ করেছেন নিশাম। ৫টি ম্যাচ খেলে নিয়েছেন মাত্র ২ উইকেট। ব্যাট হাতে অবদান? মোটে ১৯ রান!

8

প্যাট কামিন্স: চোখ কপালে তোলার মতো সাড়ে ১৫ কোটি টাকা দিয়ে অস্ট্রেলিয়ার পেসারকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। ত্রয়োদশ আইপিএলে নজর কাড়তে পারেননি কামিন্স। ১৪ ম্যাচে নিয়েছেন মাত্র ১২ উইকেট। যার মধ্যে একটি ম্যাচে নিয়েছিলেন ৪ উইকেট। অর্থাৎ, বাকি ১৩ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন ডানহাতি ফাস্টবোলার। ব্যাট হাতে একটি হাফসেঞ্চুরি-সহ মোট ১৪৬ রান করলেও শাহরুখ খানের দলের হয়ে প্রত্যাশা পূরণে ব্যর্থ।

9

শেলডন কটরেল: সাড়ে ৮ কোটি টাকা দিয়ে ওয়েস্ট ইন্ডিজের পেসারকে কিনেছিল কিংস ইলেভেন পঞ্জাব। উইকেট নেওয়ার পর তাঁর স্যালুট সেলিব্রেশন রীতিমতো বিখ্যাত। যদিও ত্রয়োদশ আইপিএলে সেই সুযোগ বড় একটা পাননি। ৬টি মাত্র ম্যাচ খেলেছেন কটরেল। মাত্র ৬টি উইকেট নিয়েছেন। মাত্র ১২০টি বল করেছেন। অর্থাৎ তাঁর এক একটি বলের মূল্য সাত লক্ষ টাকারও বেশি। ওভার প্রতি খরচ করেছেন প্রায় ৯ রান (৮.৮)।

  • হোম
  • ফটো গ্যালারি
  • খেলা
  • সাড়ে ১৫ কোটি টাকার বোলারের ঝুলিতে মাত্র ১২ উইকেট, প্রায় ৮ কোটির ব্যাটসম্যান ৮ ম্যাচে করেছেন ৬২!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.