২০০ কোটি টাকার বাংলোয় থাকেন শাহরুখ, ডিজাইন করেছেন স্ত্রী গৌরী, দেখুন অন্দরচিত্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Feb 2021 09:02 AM (IST)
1
শাহরুখ খানের স্ত্রী গৌরী নিজে আর্কিটেক্ট ডিজাইনার। তিনিই মান্নত বাংলো সাজিয়ে তুলেছেন। বিলাসবহুল এই বাংলো মাথা ঘুরিয়ে দেবে।
2
নিজের বাড়ি সাজাতে দেশবিদেশের সরঞ্জাম নিয়ে এসেছেন গৌরী।
3
শাহরুখের এই বাংলোর দাম প্রায় ২০০ কোটি টাকা।
4
বাড়ির দেওয়াল বহু যত্নে সাজিয়ে তুলেছেন গৌরী।
5
শাহরুখের এই বাংলোয় একটি সিনেমা হলও রয়েছে।
6
শাহরুখের অভিনয় করা বেশ কয়েকটি চরিত্রের ছবি দিয়ে দেওয়ালসজ্জা করেছেন গৌরী।
7
গৌরী জানিয়েছেন, বাড়িটি সাজিয়ে তুলতে ৪ বছর লেগেছে।
8
বাইরে থেকে মান্নত।
9
১৩.৩২ কোটি টাকা দিয়ে বাংলোটি কেনেন শাহরুখ। প্রথমে ঠিক ছিল, নাম রাখবেন জন্নত। পরে পাল্টে মান্নত রাখা হয়। এই বাংলোয় বেশ কিছু পুরনো ছবির শ্যুটিং হয়েছে।
10
গৌরী নামী ডিজাইনার। শাহিদ কপূর ও মীরা রাজপুতের বাসভবনও ডিজাইন করে দিয়েছেন তিনি।