Shaheed Diwas 2021 Photos: আজ মহাত্মা গাঁধীর প্রয়াণ দিবস, দেশজুড়ে জানানো হচ্ছে শ্রদ্ধা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Jan 2021 10:53 AM (IST)
1
আজ শহিদ দিবসে দেশজুড়ে ২ মিনিট নীরবতা পালন করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।
2
আজ মহাত্মা গাঁধীকে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বহু মানুষ।
3
আজও সারা বিশ্বের মানুষকে অনুপ্রেরণা জোগায় গাঁধীর অহিংসার আদর্শ।
4
১৯৪৮ সালে আজকের দিনেই দিল্লির বিড়লা হাউসে মহাত্মা গাঁধীকে গুলি করেন নাথুরাম গডসে। ঘটনাস্থলেই প্রয়াত হন মহাত্মা।
5
আজ মহাত্মা গাঁধীর প্রয়াণ দিবসে দেশজুড়ে পালিত হচ্ছে শহিদ দিবস।