শারদ আনন্দ ২০২০: থিম নয়, এবার করোনা সুরক্ষাবিধিকেই গুরুত্ব দিচ্ছেন পুজো উদ্যোক্তারা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Oct 2020 09:35 AM (IST)
1
2
মণ্ডপ হয়েছে খোলামেলা। মানা হয়েছে কোভিড বিধি ।
3
সমস্ত জায়গায় মানা হচ্ছে কোভিড বিধি
4
হিন্দুস্থান পার্কের পুজোর প্রস্তুতি ঘুরে দেখল এবিপি আনন্দ।
5
করোনা পরিস্থিতির প্রভাব পড়েছে পুজোর থিমেও।
6
। কোনও পুজোয় গাড়িতে বসেই ড্রাইভ ইন দর্শন।
7
এবার পুজোয় কোনও কোনও মন্ডপে বাইরে থেকেই প্রতিমা দর্শনের বন্দোবস্ত।
8
যোধপুর পার্ক ৯৫ পল্লির পুজো প্রস্তুতি ঘুরে দেখল এবিপি আনন্দ।
9
নিউ নর্মাল পুজোয় অঞ্জলি থেকে ভোগ বিতরণ, সবক্ষেত্রেই ছবিটা বদলাচ্ছে।
10
শারদ আনন্দে করোনা সচেতনতাকেই প্রাধান্য দিচ্ছেন পুজো উদ্যোক্তারা।