শারদ আনন্দ ২০২০: আলিপুর ৭৮ পল্লীর পুজোয় এবারের বিষয়ভাবনা - 'ধর্মের ঘট'
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Oct 2020 01:31 PM (IST)
1
২০ জনের বেশি অঞ্জলি দেওয়া নিষেধ। মানা হবে সমস্ত করোনাবিধিও
2
পুজোর অপেক্ষায় দিনগোনার পালা শুরু হয়ে গিয়েছে। নিউনর্ম্যাল পুজোর প্রস্তুতি কেমন চলছে? আলিপুর ৭৮ পল্লির পুজো প্রস্তুতি ঘুরে দেখল এবিপি আনন্দ।
3
অনেকে ভেবেছিলেন এবার করোনা পরিস্থিতিতে দুর্গাপুজো হবে না। হলেও হয়ত ঘটপুজো হবে। এই ভাবনা থেকেই ঘটপুজোকেই করা হয়েছে থিম। সেখানেই দেওয়া হয়েছে শিল্পের ছোঁয়া।
4
এবারের পুজোয় বিষয়ভাবনা- ধর্মঘট- ধর্মের ঘট।