শারদ আনন্দ ২০২০: মণ্ডপে না ঢুকেই প্রতিমা দর্শন, কোভিডবিধি মেনে পুজো-প্রস্তুতি বেহালা ক্লাবের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Oct 2020 08:32 AM (IST)
1
2
পথচলতি দর্শক মণ্ডপে প্রবেশ না করেও প্রতিমা দর্শন করতে পারবেন।
3
জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
4
খোলামেলা করা হয়েছে মণ্ডপ।
5
একচালার সাবেকী দুর্গা।
6
গ্রামবাংলার ঠাকুর দালানের আদলে তৈরি হচ্ছে বেহালা ক্লাবের মণ্ডপ।
7
কাজেই আশা করা যাচ্ছে লঙ্ঘন হবে না কোভিডবিধি।