শারদ আনন্দ ২০২০: এবার বেহালা দেবদারু ফটকের পুজোর থিম ‘শব্দ যাপন’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Oct 2020 01:23 PM (IST)
1
মন্ডপ বানানো হয়েছে মন্দিরের আদলে।
2
মানা হয়েছে সমস্ত কোভিড সুরক্ষাবিধিও।
3
এবার তাদের পুজো দেখার পুজো নয়, শোনার পুজো।
4
লকডাউন পর্বে যে শব্দগুলো শোনা যায়নি, সেগুলো আবার ফিরে আসছে আনলক পর্বে। আর এই নিয়েই ৪৮তম বছরে বেহালা দেবদারু ফটকের পুজোর থিম ‘শব্দ যাপন’।