শারদ আনন্দ ২০২০: বেহালা নূতন দলের মণ্ডপ মনে করাবে 'ডাকঘর'-এর গল্প
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Oct 2020 07:46 AM (IST)
1
মালিনী সুধার রূপে কল্পনা করা হয়েছে দেবীমূর্তীকে।
2
3
মেনে চলা হচ্ছে কোভিড সুরক্ষাবিধি।
4
খোলামেলা মণ্ডপের চারিদিকে রয়েছে জানলা
5
করোনা পরিস্থিতিকে দেওয়া হয়েছে সাহিত্যের রূপ।
6
মণ্ডপ হয়েছে ডাকবাক্সের আদলে।
7
হাতে এঁকে সাজানো হয়েছে চারিদিক।
8
অনেকগুলি জানালা দিয়ে সেজে উঠছে বেহালা নূতন দলের মণ্ডপ।
9
প্রত্যেকেই যেন ডাকঘরের অমল।
10
মণ্ডপ জুড়ে রয়েছে সাদা কালো হাতে আঁকা ছবি।
11
করোনা আবহে দীর্ঘ সময় গৃহবন্দি মানুষ।