শারদ আনন্দ ২০২০: ১০০০ শিশু নিজেদের কল্পনায় আঁকলো মা দুর্গার রূপ, তাই দিয়েই মণ্ডপ সাজাল হাজরা পার্ক দুর্গোৎসব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Oct 2020 01:55 PM (IST)
1
হাজরা পার্ক দুর্গোৎসবের এই বছরের থিম সহজিয়া। মণ্ডপ জুড়ে রয়েছে ফ্রেমে বাঁধানো প্রচুর হাতে আঁকা ছবি।
2
১০০০টি শিশুকে বলা হয়েছিল, তোমাদের কাছে মা দুর্গা কেমন? নিজেদের কল্পনায় সেই ছবি এঁকেছে শিশুরা। সেটাই এবারের মণ্ডপসজ্জার মূল উপজীব্য।
3
পুজোর অপেক্ষায় দিনগোনার পালা শুরু হয়ে গিয়েছে। নিউনর্ম্যাল পুজোর প্রস্তুতি কেমন চলছে? হাজরা পার্কের পুজো প্রস্তুতি ঘুরে দেখল এবিপি আনন্দ।
4
কোভিড পরিস্থিতিকে মাথায় রেখে মণ্ডপে থাকছে সমস্ত সুরক্ষাবিধির ব্যবস্থা।