শারদ আনন্দ ২০২০: কামাখ্যা মণ্ডপের আদলে তৈরি হচ্ছে কবিরাজী বাগানের পুজো মণ্ডপ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Oct 2020 02:16 PM (IST)
1
অসমের কামাখ্যা মন্দিরের আদলেই হচ্ছে এবারের পুজো মণ্ডপ।
2
কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে করা হচ্ছে খোলামেলা মণ্ডপ। মানা হবে সুরক্ষাবিধিও।
3
সদস্যদের নিজেদের হাতেই গড়ে উঠছে এই মন্ডপ।
4
করোনা আবহে অনেকেই গৃহবন্দি। তাই কলকাতাতেই কামাখ্যা মন্দির দর্শন করতে চাইলে যেতে হবে কবিরাজ বাগানে।