শারদ আনন্দ ২০২০: মণ্ডপ জুড়ে পরিযায়ী শ্রমিকদের দুর্দশার ছবি, অভিনব বিষয়ভাবনা সল্টলেক একে ব্লকের
আর কয়েকদিন পরেই পুজো। সল্টলেকের একে ব্লকে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৩৩ বছরে পা রাখল সল্টলেক একে ব্লকের পুজো। এই বছর তাঁদের থিম মনুষ্যত্ব।
লকডাউনে পরিযায়ী শ্রমিকদের কষ্টের ছবি দেখেছে গোটা দেশ। মাইলের পর মাইল পথে হেঁটে বাড়ি ফিরেছেন বহু মানুষ। কারোও বা পথের আগেই ফুরিয়ে গেছে জীবন। মহারাষ্ট্রে ট্রেন দুর্ঘটনা থেকে শুরু করে একাধিক পথ দুর্ঘটনার সাক্ষী থেকেছেন শ্রমিকেরা। দুঃখজনকভাবে প্রাণ গিয়েছে বহু মানুষের। সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের শ্রদ্ধা জানাতে এবার অভিনব বিষয়ভাবনায় পুজো মণ্ডপ সাজিয়ে তুলছে সল্টলেক একে ব্লক।
মা দুর্গার রূপ এখানে নয়নাভিরাম।
একসঙ্গে ২০ জনের বেশি মানুষ মণ্ডপে প্রবেশ করতে পারবেন না।
মা দুর্গাকে সাজানো হয়েছে ঘরের মায়ের রূপে। পরানো হয়েঠে সাধারণ লাল পাড় সাদা শাড়ি। মাথায় ঘোমটা।
দেওয়ালে রয়েছে অভিনব কায়দার ছবি।
মণ্ডপের মধ্যে থাকবে মাস্ক, স্যানিটাইজার। যারা মাস্ক পড়ে আসবেন না তাদের দেওয়া হবে মাস্ক।
মনুষ্যত্ব।পরিযায়ী শ্রমিকদের জীবন সংগ্রামের কথা তুলে ধরা হয়েছে মণ্ডপ জুড়ে।
করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে খোলামেলা মণ্ডপের ব্যবস্থা করা হয়েছে।
মণ্ডপের ইতিউতি ছড়িয়ে রয়েছে পরিযায়ী শ্রমিকদের মুর্তি। তুলে ধরা হয়েছে তাদের জীবন সংগ্রামের কথা।
মণ্ডপে মেনে চলা হবে সমস্ত স্বাস্থ্যবিধি।
মণ্ডপের বাইরে রয়েছে হাতে আঁকা ছবি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -