কোথাও ফিরে দেখা ‘অপু ট্রিলজি’, কোথাও আবার করোনা কালে মানবিক বোধের বার্তা...এবিপি আনন্দর সেরার সম্মান পেল কোন কোন পুজো?
ঠাকুরপুকুর এসবি পার্কের এবারের থিম ‘জীবনযুদ্ধ’। আর সেটাই তুলে ধরা হয়েছে একটি থিয়েটারের স্টেজের মধ্যে দিয়ে। এবার তারা পেল এবিপি আনন্দর অনুভবে সেরার শারদ আনন্দ সম্মান।
নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাব একসঙ্গে পেল এবিপি আনন্দর মেলবন্ধনে সেরা পুজোর শারদ আনন্দ সম্মান।
গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের পুজোর থিম ‘প্রাণবায়ু’। জীবনের দূষিত বায়ুকে বের করে শুদ্ধবাতাসকে নিয়ে আসার ভাবনা থেকেই তাদের এবারের থিমভাবনা পেল এবিপি আনন্দর জীবনবোধে সেরার শারদ আনন্দ সম্মান।
করোনা সংক্রমণ থেকে বাঁচতে দূরত্ব হোক দৈহিক, কখনই মানসিক নয়। তাই সামাজিক দূরত্ববিধি মেনে একডালিয়া এভারগ্রিনের পুজোয় যেন একটুকরো ঐক্যবদ্ধ পাড়ার ছবি। এবিপি আনন্দর পাড়ার পুজোয় সেরার শারদ আনন্দ সম্মান একডালিয়া এভারগ্রিনের।
‘মেলবন্ধনে সেরা’ বাদামতলা আষাঢ় সঙ্ঘ।
৯৫ পল্লি অ্যাসোসিয়েশনের এবারের থিমভাবনা ‘লৌকিক’। এখানে প্রদীপকে দেখানো হয়েছে আশার প্রতীক হিসেবে। এবারের নান্দনিকতায় সেরার পুজোর সম্মান পেল ৯৫ পল্লি।
নিউনর্মালের পুজোতেও থিমের অভিনবত্ব দিয়ে মানুষের মন জয়ের চেষ্টা! আর তাতেই চমকে দিল কলকাতার একাধিক ক্লাব। ৬৬ পল্লি ‘মেলবন্ধনে সেরা’। সত্যজিত্ রায়ের বিখ্যাত ‘অপু ট্রিলজি’-কে থিম করে নজর কাড়ল কলকাতার পাশাপাশি তিনটি ক্লাব।