শারদ আনন্দ ২০২০: কেদারনাথ মন্দিরের আদলে সেজে উঠেছে শ্রীভূমির স্পোর্টিং ক্লাবের পুজো-মণ্ডপ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Oct 2020 09:10 AM (IST)
1
আলোকসজ্জায় ফুটে উঠবে করোনা যোদ্ধাদের কথা।
2
ইতিমধ্যেই উদ্বোধন হয়েছে মণ্ডপের। শুরু ঠাকুর দেখা
3
দর্শকদের মধ্যে বিলি করা হবে মাস্ক, স্যানিটাইজার।
4
প্রতিমা ও ঝাড়বাতি নজর কাড়বে দর্শনার্থীদের।
5
কেদারনাথের মন্দিরের আদলে তৈরি হয়েছে শ্রীভূমি স্পোর্টং-এর মণ্ডপ