Iman Chakraborty bride look photos: বাঙালি সাজেই বাজিমাত! এবিপি আনন্দে বিয়ের সাজ প্রথম প্রকাশ করলেন ইমন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Feb 2021 08:55 PM (IST)
1
বধূবেশে যে কোনও নায়িকাকে টক্কর দিতে পারেন ইমন।
2
সোশ্যাল মিডিয়ায় গায়ে হলুদের একটি সুন্দর ছবি শেয়ার করেছিলেন ইমন।
3
ছবি সৌজন্যে - ডিজাইনার অভিষেক রায়। মেক আপ - অভিজিৎ চন্দ
4
আজ সন্ধ্যায় বাঙালি রীতি মেনেই সাতপাকে বাঁধা পড়বেন এই সুরেলা জুটি।
5
আজ সকালে একইসঙ্গে গায়ে হলুদের রীতি পালন করেন ইমন-নীলাঞ্জন।
6
বিশেষ দিনের জন্য ২ জনেই বেছেছিলেন ডিজাইনার অভিষেক রায়ের পোশাক।
7
সাবেকি সাজেই বাজিমাত। বাঙালির চিরাচরিত লাল-সাদাতেই আসর মাতালেন ইমন নীলাঞ্জন। প্রকাশ্যে বধূবেশে ইমন চক্রবর্তীর ফার্স্ট লুক। রীতিমতো পাল্লা দিলেন বর নীলাঞ্জন ঘোষও।
8
পরিকল্পনা মাফিক বিয়ের সন্ধেতে সেজে উঠলেন ইমন। এবিপি আনন্দ কাছে প্রথম এল এক্সক্লুসিভ ছবি।