২১ জুন সূর্যগ্রহণ, জেনে নিন কী করবেন, কী করবেন না
খালি চোখে কখনই সূর্যগ্রহণ দেখা উচিত নয়। এতে চোখে চিরকালের জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। দূরবীন, ক্যামেরার লেন্স, টেলিস্কোপ দিয়েই সূর্যগ্রহণ দেকার কথা বলেন বিশেষজ্ঞরা।
সূর্যগ্রহণের সময় অনেকেই জল খাওয়া থেকে বিরত থাকেন। অনেকেই বিশ্বাস করেন সূর্যগ্রহণের সময় অন্ন গ্রহণ করলে তা অশুভ হয়।
অন্তঃসত্ত্বা মহিলারা এই সময় বাড়ির বাইরে পা রাখেন না এবং সনাতন গোপালা মন্ত্র উচ্চারণ করে থাকেন।
সূর্যগ্রহণের সময় জলে তুলসী ও দুর্বা ঘাস দেওয়ার প্রচলন রয়েছে ভারতে। এতে জল পরিশুদ্ধ হয়ে যায় বলে অনেকের বিশ্বাস।
সূর্যগ্রহণের সময় ভারতীয়দের মধ্যে বাড়ি থাকার প্রচলনই চলে আসছে। এই সময়ে অনেকে অন্নও মুখে তোলেন না।
২১ জুন ভারতীয় সময়ে সকাল ৯টা ১৫ মিনিট ৫৮ সেকেন্ডে শুরু হবে সূর্যগ্রহণ। সম্পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে সকাল ১০টা বেজে ১৭ মিনিট ৪৫ সেকেন্ডে। বেলা ১২টা বেজে ১০ মিনিট ৪ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হবে এই সূর্যগ্রহণ। শেষ হবে দুপুর ২টো বেজে ২ মিনিট ১৭ সেকেন্ডে।