Cricketer Unknown Fact: একসময়ে ২২ গজের তারকা ছিলেন, পরবর্তীতে অন্য পেশা বেছে নেন এই ১০ ক্রিকেটার
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে শেষ ওভারের নায়ক ছিলেন যোগিন্দার শর্মা। পরে অবশ্য ক্রিকেটকে বিদায় জানান তিনি। এই মুহূর্তে হরিয়ানার ডিএসপি পদে রয়েছেন যোগিন্দার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিংবদন্তি ক্যারিবিয়ান পেসার ছিলেন কার্টলি অ্যামব্রোজ। তিনি ক্রিকেট ছাড়ার পর একটি ব্যান্ডের মিউজিশিয়ান হিসেবে কাজ করেছেন।
ডানহাতি ব্যাটার ও পার্টটাইম স্পিনার হিসেবে পাকিস্তানের জার্সিতে খেলেছেন আর্শাদ খান। তিনি বর্তমানে সিডনিতে ক্যাব ড্রাইভার হিসেবে দায়িত্ব সামলান।
দেশের জার্সিতে ৩৩ ম্য়াচে ১১৪ উইকেট নিয়েছিলেন দিলীপ দোশী। তবে ক্রিকেট ছাড়ার পর পারিবারিক ব্য়বসায় নাম লেখান দিলীপ।
বাংলার প্রতিভাবান উইকেট কিপার ব্যাটার ছিলেন দীপ দাসগুপ্ত। সৌরভের অধিনায়কত্বেই অভিষেক হয়েছিল জাতীয় দলে। ইংল্যান্ডের বিরুদ্ধে একটি সেঞ্চুরিও রয়েছে টেস্টে। তবে ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যকার হিসেবে দেখা গিয়েছে ও একটি আমেরিকান রিয়াল এস্টেট কোম্পানিতেও বিশেষ পদে রয়েছেন দীপ।
ইংল্যান্ডের তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা একজন অলরাউন্ডার ছিলেন অ্যান্ড্রু ফ্লিনটফ। ৬ ফুট ৪ ইঞ্চির এই তারকা ক্রিকেটার অবসরের পর পেশাদার বক্সিংয়ে যোগ দেন।
ওড়িশার দেবাশিস মোহান্তি ছিলেন নব্বইয়ের দশকে দেশের অন্যতম সেরা পেসার। শাহারা কাপ জয়ের অন্য়তম কারিগর। কিন্তু ধীরে ধীরে নিজের জায়গা হারিয়ে ফেলেন তিনি। বর্তমানে ওড়িশা অ্যালুমুনিয়াম কোম্পানি লিমিটেডে কাজ করেন দেবাশিস।
সালিল আনকোলা মহারাষ্ট্রের একজন নামকড়া ক্রিকেটার ছিলেন। ৯৬ বিশ্বকাপেও খেলেছেন। কিন্তু টিউমার ধরা পড়ায় শেষে ক্রিকেটকে বিদায় জানাতে হয়। বলিউডে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন পরবর্তীতে সালিল।
তালিকায় আছেন এস শ্রীসন্তও। দেশের হয়ে টি-টোয়েন্টি ও ওয়ান ডে বিশ্বকাপ জিতেছেন। ম্য়াচ ফিক্সিংয়ে জড়িয়ে পড়ার পর শ্রীসন্ত রুপোলি পর্দায় নিজের ছাপ রাখেন।
শুরুটা দারুণ হলেও ধীরে ধীরে নিজের জায়গা হারিয়েছিলেন সদগোপেন রমেশ। ওপেনার হিসেবে স্বল্প সময়ে নাম কুড়িয়েছিলেন। পরবর্তীতে তামিল ছবিতে দেখা গিয়েছে এই প্রাক্তন ব্যাটারকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -