Mithali Raj Record: মিতালি যেন মহিলা ক্রিকেটে একাই একটা 'রেকর্ডবুক'
মহিলাদের ওয়ান ডে ক্রিকেটে সর্বাধিক রানের মালিক মিতালি রাজ। ঝুলিতে রয়েছে ৭৮০৫ রান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমহিলাদের ক্রিকেটে সবচেয়ে বেশি ওয়ান ডে ফর্ম্য়াটে আন্তর্জাতিক ম্যাচ খেলার নজির মিতালির ঝুলিতে। ২৩২ ম্যাচ খেলেছেন তিনি।
কনিষ্ঠতম মহিলা ক্রিকেটার হিসেবে ১৬ বছর ২০৫ দিন বয়সে ওয়ান ডে অভিষেকেই শতরান করেছিলেন মিতালি। অপরাজিত ১১৪ রান করেছিলেন তিনি।
প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে দুটো শতরানের ইনিংস খেলেছেন মিতালি।
ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বাধিক রানও মিতালির ঝুলিতে। ৮৯টি টি-টোয়েন্টি ম্যাচে ২৩৬৪ রান করেছেন।
তৃতীয় সর্বকনিষ্ঠ ক্যাপ্টেন হিসেবে দেশকে নেতৃত্ব দিয়েছেন মিতালি। মাত্র ২২ বছর বয়সে ভারতের টেস্ট দলের ক্যাপ্টেন হন মিতালি। সেই ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে ড্র করেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল।
সবচেয়ে কম বয়সি মহিলা ক্রিকেটার হিসেবে টেস্টে দ্বিশতরানের ইনিংস। মিতালি মাত্র ১৯ বছর বয়সে এই নজির গড়েন।
একমাত্র ভারতীয় ক্রিকেটার যে ৪টি বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন ও তার মধ্যে ২ বার ফাইনালে পৌঁছেছেন।
একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেটে টানা ৭টি অর্ধশতরানের ইনিংস খেলেছেন মিতালি।
২০২১ সালের মার্চ মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে বিশ্বের দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান পূরণ করেন মিতালি রাজ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -