Asia Cup: এশিয়া কাপের ওয়ান ডে ফর্ম্যাটে সবচেয়ে বেশি অর্ধশতরান হাঁকানোর তালিকায় প্রথম দশে ৪ ভারতীয়
Asia Cup Stat: আগামী ৩০ অগাস্ট থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। ৫০ ওভারে অর্থাৎ ওয়ান ডে ফর্ম্যাটেই হবে এবারের এশিয়া কাপ।
তামিম ইকবাল ও গৌতম গম্ভীর এই তালিকায়
1/10
তালিকায় সবার শেষে রয়েছেন বাংলাদেশের তারকা বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। ১৩ ম্যাচে ৫১৯ রান করেছেন। ৬টি অর্ধশতরান হাঁকিয়েছেন।
2/10
তালিকায় নবম স্থানে রয়েছেন গৌতম গম্ভীর। প্রাক্তন বাঁহাতি ভারতীয় ওপেনার এশিয়া কাপে ১৩ ম্যাচে ৫৭৩ রান করেছেন। তাঁরও ঝুলিতে ৬টি হাফ সেঞ্চুরি।
3/10
এরপর রয়েছেন প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়ক মাহেলা জয়বর্ধনে। ২৮ ম্যাচে ৬৭৪ রান করেছে ৭টি হাফ সেঞ্চুরি রয়েছে।
4/10
বর্তমান ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা তালিকায় আছেন। ২২ ম্যাচে ৭৪৫ রান করেছেন হিটম্য়ান। ঝুলিতে ৭টি অর্ধশতরান।
5/10
শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুন রণতুঙ্গা তালিকায় আছেন। ১৯ ম্যাচে ৭৪১ রান করেছেন। ৭টি অর্ধশতরান আছে।
6/10
প্রাক্তন ভারতীয় ওপেনার নভজ্যোৎ সিংহ সিঁধু রয়েছেন। ১৪ ম্যাচে ৫৩০ রান করেছেন। ৭টি অর্ধশতরান হাঁকিয়েছেন।
7/10
আরেক লঙ্কা অধিনায়ক মার্ভান আট্টাপাট্টু রয়েছেন এই তালিকায়। তাঁর ঝুলিতেও ১৩ ম্যাচে ৬৪২ রানের সঙ্গে ৭টি হাফ সেঞ্চুরি।
8/10
প্রাক্তন লঙ্কা ক্রিকেটার ও বিধ্বংসী ওপেনার সনৎ জয়সূর্য আছেন এই তালিকায়। ২৫ ম্যাচে ১২২০ রান করেছেন তিনি ৯টি অর্ধশতরানের সাহায্যে।
9/10
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সচিন তেন্ডুলকর। ২৩ ম্যাচে ৯টি অর্ধশতরান হাঁকিয়ে ৯৭১ রান করেছেন মাস্টার ব্লাস্টার।
10/10
২৪ ম্য়াচে ১০৭৫ রান করেছেন কুমার সাঙ্গাকার এই এশিয়া কাপের ফর্ম্যাটে। ঝুলিতে রয়েছে ১২টি অর্ধশতরান। তালিকায় সবার থেকে বেশি।
Published at : 27 Aug 2023 05:20 PM (IST)