Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Sourav Ganguly Birthday: আজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন, ফিরে দেখা তাঁর সেরা ১০টি অনুপ্রেরণামূলক বক্তব্য
আজ ৫১ বছর পূর্ণ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেটে তিনি দাদা' নামেই পরিচিত। জন্মদিনে ফিরে দেখা সৌরভকে নিয়ে তাঁর সতীর্থদের বিশেষ কিছু মন্তব্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিংবদন্তি সচিন তেন্ডুলকরের সঙ্গে বয়সভিত্তিক সময় থেকে একসঙ্গে খেলে আসছেন সৌরভ। মাস্টার ব্লাস্টার সৌরভরকে নিয়ে বলেছিলেন, 'সৌরভের সবচেয়ে বড় শক্তি হল ওর মনের জোর। ও অত্যন্ত পরিশ্রমী। শুধু মাঠে বা নেটেই নয়। মনের দিক থেকেও। ও বারবার ফিরে আসে।''
সৌরভের জাতীয় দলের সতীর্থ ও ভারতীয় ক্রিকেট দলের বর্তমান কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছিলেন,
বীরেন্দ্র সহবাগ সৌরভকে নিয়ে বলেছিলেন, ''সৌরভ আমার জন্য ওপেনিংয়ে নিজের জায়গা ছেড়ে দিয়েছিলেন। আমাকে টেস্ট ক্রিকেটার বানিয়েছেন সৌরভই।''
যুবরাজ সিংহের ভারতীয় ক্রিকেটে পদার্পণ হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে। যুবি বলেছিলেন একবার, ''এমন অধিনায়কের জন্য আমি মরতেও রাজি।''
হরভজন সিংহ বলেছিলেন একবার সৌরভকে নিয়ে, ''যখন কেউ আমার পাশে ছিল না, তখন সৌরভ ছিল। আমি লড়াই করছিলাম। আমি ওকে অসম্ভব শ্রদ্ধা করি। তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।''
মহেন্দ্র সিংহ ধোনি বলেছিলেন, ''টিভি স্ক্রিনে দেখা সৌরভ আর বাস্তবের মানুষটির মধ্যে পার্থক্য রয়েছে। সৌরভ দারুণ মানুষ। সেটা দেখা হওয়ার পরই বুঝেছি।''
কিংবদন্তি ব্রায়ান লারা বলেছিলেন একবার, ''সৌরভ আমার সবচেয়ে পছন্দের। অস্ট্রেলিয়ার মাটিতে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করা দারুণ ব্যাপার। ওঁর প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে।''
বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়ক বলেছিলেন, 'যখন আপনি দেখবে ভারতীয় প্রথম একাদশে সৌরভ রয়েছে, আপনি বুঝবেন কিছু একটা হতে চলেছে। আপনি ওঁকে পছন্দ বা অপছন্দ করুন, ওঁকে শ্রদ্ধা করতেই হবে।''
- - - - - - - - - Advertisement - - - - - - - - -