Cricketers Turned Politicians: ২২ গজের তারকা ছিলেন, ক্রিকেটকে বিদায় জানিয়ে রাজনীতিতে পা রেখেছিলেন তাঁরা
তালিকায় রয়েছেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুন রণতুঙ্গা। ক্রিকেট ছাড়ার পর রাজনীতিতে যোগ দিয়েছিলেন। সাংসদও ছিলেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতালিকায় আছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। ক্রিকেট ছাড়ার পর কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। সাংসদও ছিলেন।
চেতন চৌহান রয়েছেন তালিকায়। সুনীল গাওস্করের একসময়ের ওপেনিং পার্টনার। ক্রিকেট ছাড়ার পর বিজেপি যোগ দিয়েছিলেন এই প্রয়াত ক্রিকেটার।
২০০৭, ২০১১ দুবার বিশ্বকাপ জিতেছেন দেশের জার্সিতে। ক্রিকেট ছাড়ার পর গৌতম গম্ভীর বিজেপি যোগ দেন। এই মুহূর্তে সাংসদও তিনি।
বিশ্বকাপজয়ী প্রাক্তন পাক অধিনায়ক ইমরান খান তালিকায় আছেন। সে দেশের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ তাঁর হাতেই গড়ে ওঠা। প্রাক্তন প্রধানমন্ত্রীও তিনি।
কীর্তি আজাদ রয়েছেন তালিকায়। তিরাশির বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য। কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি।
ভারতের জার্সিতে সেভাবে সুযোগ না পেলেও বাংলার ক্রিকেটে অন্য়তম স্তম্ভ মনোজ তিওয়ারি। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি।
শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার সনৎ জয়সূর্য। তিনিও ক্রিকেট ছাড়ার পর রাজনীতিতে যোগ দিয়েছিলেন। সাংসদও ছিলেন।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার নভজ্যোৎ সিংহ সিধু আছেন তালিকায়। রাজনীতিতে হাতেখড়ি তাঁর বিজেপিতে। এরপর কংগ্রেসে যোগ দিয়েছিলেন।
ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ইয়ান বথাম রয়েছেন তালিকায়। ক্রিকেট ছাড়ার পর তিনিও রাজনীতিতে যোগ দিয়েছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -