Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
1975 Cricket World Cup: প্রথম ক্রিকেট বিশ্বকাপ, ভারতের হতাশা ও অজানা কিছু কাহিনি
ক্রিকেটের ইতিহাসে হাজারো অজানা কাহিনি। টেস্ট ক্রিকেট দিয়ে এই খেলার শুরু হলেও ১৯৭১ সালে আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটের অভিষেক হয়। যা ছিল ৬০ ওভার করে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচার বছর পর ১৯৭৫ সালে ইংল্য়ান্ডের মাটিতে বসে প্রথম বিশ্বকাপ ক্রিকেটের আসর। ৮টি দল মুখোমুখি হয়েছিল সেবার।
জুন মাসের ৭ তারিখ থেকে শুরু হয়েছিল এই টুর্নামেন্ট। ওল্ট ট্র্যাফোর্ড, এজবাস্টন, দ্য ওভাল, হেডিংলের মত মাঠে হয়েছিল খেলা। ফাইনাল ম্যাচটি হয়েছিল লর্ডসে।
বিশ্বকাপের প্রথম ম্যাচটি হয়েছিল ভারত ও ইংল্যান্ডের মধ্যে। প্রথমে ব্যাট করতে নেমে ৬০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৩৪ রান বোর্ডে তুলে নেয় ইংল্য়ান্ড। ডেনিস এমিস ১৩৭ রানের ইনিংস খেলেন। জবাবে ব্য়াট করতে নেমে অত্যন্ত ধীরগতির ব্যাটিং করেছিলেন সুনীল গাওস্কর। ১৭৪ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন তিনি। ভারতের ইনিংস শেষ হয় ৬০ ওভারে ১৩২/৩ এ।
সেমিফাইনালে অস্ট্রেলিয়া ও ইংল্য়ান্ড মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে জয় এনে দিয়েছিল গ্য়ারি গিলমউরের অলরাউন্ড পারফরম্যান্স। বল হাতে ৬ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে অপরাজিত ২৮ রান করেছিলেন তিনি।
অন্য একটি সেমিফাইনালে নিউজিল্য়ান্ড ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয়েছিল। কিউয়িরা ১৫৮ রানে অল আউট হয়ে যায়। জবাবে গর্ডন গ্রিনিচ ও আলভিন কালীচরণের অর্ধশতরান ক্য়ারিবিয়ানদের বিশ্বকাপের ফাইনালে পৌঁছে দেয়।
প্রথম বিশ্বকাপে ইংল্যান্ড ও নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে হেরে গ্রুপ লিগ থেকেই বিদায় নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। ৩ ম্য়াচে ১১৩ রান করে ভারতের সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন সুনীল গাওস্কর।
নিউজিল্য়ান্ডের গ্লেন টার্নার মোট ৩৩৩ রান করে টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক হন।
মোট ১১ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বাধিক উইকেট সংগ্রহকারী ছিলেন অস্ট্রেলিয়ার গ্যারি গিলমউর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -