Yashpal Sharma Record: ভয়ঙ্কর মার্শাল-হোল্ডিং-গার্নার-রবার্টসকে পিটিয়ে জয়ের রাস্তা গড়ে দিয়েছিলেন যশপাল, জানেন?
হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য যশপাল শর্মা। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৯৭৮ থেকে ১৯৮৫ পর্যন্ত ভারতীয় দলের হয়ে খেলেন যশপাল।
১৯৭৮ সালের ১৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয় তাঁর। শেষ একদিনের আন্তর্জাতিক ১৯৮৫ সালের ২৭ জানুুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে।
১৯৭৯ সালের ২ ডিসেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় যশপালের। ১৯৮৩ সালের ৩ নভেম্বর থেকে শুরু হওয়া টেস্টই এই ফর্ম্যাটে তাঁর জীবনের শেষ ম্যাচ।
ভারতের হয়ে ৩৭ টেস্টে ১,৬০৬ রান করেন যশপাল। তাঁর ব্যাটিং গড় ৩৩.৪৫। দু’টি শতরান এবং ৯টি অর্ধশতরান করেন তিনি। সর্বোচ্চ স্কোর ১৪০।
৪২টি একদিনের আন্তর্জাতিকে ২৮.৪৮ গড়ে ৮৮৩ রান করেন যশপাল। তিনি চারটি অর্ধশতরান করেন। সর্বোচ্চ স্কোর ৮৯।
যশপাল নিজে তাঁর কেরিয়ারের সেরা ইনিংস হিসাবে বেছে নিয়েছিলেন ১৯৮৩ বিশ্বকাপের গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তাঁর করা ১২০ বলে ৮৯ রানের ইনিংসকে।
মাইকেল হোল্ডিং, ম্যালকম মার্শাল, অ্যান্ডি রবার্টস ও জোয়েল গার্নার সমৃদ্ধ বিধ্বংসী ক্যারিবিয়ান বোলিংকে সামলে দলের জয়ের ভিত তৈরি করে দিয়েছিলেন যশপাল।
ম্যালকম মার্শালকে তাঁর দেখা সেরা বোলার হিসাবে বর্ণনা করেছিলেন যশপাল। জানিয়েছিলেন, তিনি ব্যাট করতে নামলেই বিপজ্জনক বাউন্সার দিতে শুরু করতেন মার্শাল। এবং তাঁকে দিনের শেষে বুকে কালশিটে নিয়ে ড্রেসিংরুমে ফিরতে হতো।
যশপালের আচমকা প্রয়াণে ভারতীয় খেলাধুলোর জগতে শোকের ছায়া।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -