UIDAI on Aadhaar card: প্রতারকদের থেকে সাবধান ! আধারকার্ড ব্যবহারকারীদের একাধিক সতর্কবার্তা UIDAI-এর
অনলাইনে চারিদিকে প্রতারণার জাল বিছিয়ে দিয়েছে প্রতারকরা। নতুন একটা চক্র সক্রিয়া হয়েছে। যারা হাতাতে চাইছে আধার কার্ডের নম্বরও। এই নম্বর ব্যবহার করে হয় তারা টাকা হাতিয়ে নিচ্ছে বা কোনও পরিষেবা পেতে ব্যবহার করছে। এই অবস্থায় আধার নিয়ে সতর্ক থাকা প্রয়োজন। (ছবি সৌজন্য : Pixabay)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppUIDAI তাদের ট্যুইটার হ্যান্ডেলে এনিয়ে গ্রাহকদের সতর্ক করছে। #BewareOfFraudsters-এর মাধ্যমে দেওয়া হচ্ছে বার্তা। (ছবি সৌজন্য : Pixabay)
তাদের তরফে ট্যুইটারে বলা হয়েছে, অনলাইন বা অফলাইন সবক্ষেত্রেই আধার ভেরিফাই করা যায়। অফলাইনে ভেরিফাই করার জন্য, আধারের QR কোড স্ক্যান করুন। অনলাইনের ক্ষেত্রে resident.uidai.gov.in/verify এই লিঙ্কে গিয়ে ১২ সংখ্যার আধার নম্বর দিন। #mAadhaar app ব্যবহার করেও এটা করতে পারেন।
UIDAI-এর তরফে আরও বলা হয়েছে, সব ১২ সংখ্যার নম্বরই আধার নয়। পরিচয়পত্র হিসেবে গ্রহণ করার আগে আধার নম্বর খতিয়ে দেখে নিন। https://resident.uidai.gov.in/verify-এ ক্লিক করে সাধারণ দুটি ধাপে অনলাইনে আধার ভেরিফাই করে নিন। (ছবি সৌজন্য : Pixabay)
ই-আধার ডাউনলোড করার সময় ইন্টারনেট ক্যাফে বা কিয়স্ক-এর পাবলিক কম্পিউটার এড়িয়ে যান। কোনও কারণে আপনি যদি তা করেনও, তাহলে ই-আধারের ডাউনলোড করা সমস্ত কপি ডিলিট করে দেবেন।(ছবি সৌজন্য : Pixabay)
কখনও আধার ওটিপি বা ব্যক্তিগত কোনও তথ্য কারও সঙ্গে শেয়ার করবেন না। UIDAI-এর তরফ থেকে উপভোক্তার কাছে কখনোই কোনও ফোন, এসএমএস বা ইমেল যাবে না বলেও জানানো হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -