IND vs ENG: 'বাজবল' স্ট্র্যাটেজিতেই বাজিমাত ইংল্যান্ডের, ৭ উইকেট হার্টলির, সিরিজে পিছিয়ে গেল ভারত
হায়দরাবাদ টেস্টে ২৮ রানে জয় ছিনিয়ে নিল ইংল্যান্ড। ভারতের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাজবলের বিরুদ্ধে কীভাবে খেলবে টিম ইন্ডিয়া, সেই নিয়েই নানা প্রশ্ন ছিল। কিন্তু প্রথম টেস্টের পর কিন্তু চূড়ান্ত ব্যর্থ দ্রাবিড় , রোহিত বাহিনী।
ম্যাচে ব্যাটে- বলে ভারতের হয়ে ছাপ ফেললেন রবীন্দ্র জাডেজা। প্রথম ইনিংসে ৮৭ রান করেছিলেন। ৩ উইকেট নিয়েছিলেন।
বুমরা প্রথম ইনিংসে ২ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট তুলে নেন।
প্রথমে ব্য়াটিং করতে নেমে ইংল্যান্ড ২৪৬ রানে অল আউট হয়ে গিয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে ৪৩৬ রান বোর্ডে তুলতে পারে ইংল্যান্ড।
ব্যাট হাতে বড় রান না পেলেও বল হাতে নজর কাড়লেন এই ম্য়াচে অভিজ্ঞ জো রুট। পার্টটাইম স্পিনার হিসেবে ৪ উইকেট তুলে নেন জো রুট।
ভারত প্রথম ইনিংসে ১৯০ রানে এগিয়ে ছিল। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪২০ রান বোর্ডে তুলে নেয় ইংল্যান্ড।
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে একাই ১৯৬ রানের ইনিংস খেলেন ওলি পোপ। ২১টি বাউন্ডারি হাঁকান তিনি।
ভারতের সামনে লক্ষ্যমাত্রা ছিল ২৩১ রানের। কিন্তু ২০২ রানের বেশি বোর্ডে তুলতে পারেনি টিম রোহিত।
ইংল্যান্ডের হয়ে টেস্টে অভিষেক হওয়া টম হার্টলি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -