T20 WC 2021: এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা ৫ ব্যাটার কারা?
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ব্যাটাররা
1/8
মহম্মদ রিজওয়ানের নাম তালিকাতে আসবেই। তিনি ৭০.২৫ গড়ে ২৮১ রান করেছেন টুর্নামেন্টে।
2/8
ইংল্য়ান্ডের বিধ্বংসী ওপেনার জস বাটলারের জন্যও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভাল গিয়েছে। তিনি মোট ২৬৯ রান করেছেন।
3/8
চরিথ আসালাঙ্কা শ্রীলঙ্কার এবারের টুর্নামেন্টে সবচেয়ে সফল ব্যাটার। ২৩১ রান করেছেন তিনি।
4/8
ইংল্য়ান্ডকে সেমিফাইনালে তুলতে বাটলারের ব্যাট এবার অনেক বড় ভূমিকা নিয়েছিল। যদিও কিউয়িদের বিরুদ্ধে হারতে হয় তাঁদের।
5/8
স্মরণীয় বিশ্বকাপ ডেভিড ওয়ার্নারের জন্য। টুর্নামেন্টের সেরাও নির্বাচিত হয়েছেন বাঁহাতি অজি ওপেনার।
6/8
পাকিস্তান অধিনায়ক বাবর আজম এবার ৬০.৬০ গড়ে ৩০৩ রান করেছেন মোট টুর্নামেন্টে।
7/8
৪৮.১৭ গড়ে ২৮৯ রান করেছেন ওয়ার্নার এবারের টুর্নামেন্টে। মোট ৩২ টি বাউন্ডারি ও ১০টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।
8/8
বাবর আজম আইসিসি নির্বাচিত বিশ্বকাপের সেরা একাদশের অধিনায়কও নির্বাচিত হয়েছেন।
Published at : 16 Nov 2021 08:01 AM (IST)