Fifa World Cup: ৫ তারকা ফুটবলার, কাতারেই কি শেষবার দেখা গেল ওঁদের?
শেষবার ব্যালঁ ডি অর জিতেছিলেন। কিন্তু চোটের জন্য ফ্রান্সের জার্সিতে এবারের বিশ্বকাপে নামতে পারেননি করিম বেঞ্জেমা। ২০১৪ সালে শেষবার বিশ্বকাপের মঞ্চে নেমেছিলেন ফরাসি স্ট্রাইকার। গতকাল ফ্রান্স রানার্স আপ হয়েছে। বেঞ্জমার বয়স ৩৪ এখন। হয়ত পরের বিশ্বকাপে আর দেখা যাবে না তাঁকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appক্রোয়েশিয়ার লুকা মদ্রিচও রয়েছেন এই তালিকায়। বিশ্বকাপে তৃতীয় স্থান অধিকার করেছে ক্রোয়েশিয়া। ৩৬ বছরের এই মিডিওকেও আর হয়ত দেখা যাবে না দেশের জার্সিতে।
ব্যালঁ ডি অর ছাড়াও ৫টি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি, ৪টি ক্লাব বিশ্বকাপ, ৩টি লা লিগা ঝুলিতে রয়েছে মদ্রিচের।
কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নেমেছিলেন। নিজেই জানিয়েছিলেন যে বিশ্বকাপের মঞ্চে আর দেখা যাবে না তাঁকে। চেয়েছিলেন খেতাব জিতে স্বপ্নপূরণ করতে। গতকাল ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতেছেন মেসি।
৭ বারের ব্যালঁ ডি অর জয়ী ফুটবলার। কোপা আমেরিকা জিতেছেন। এবার বিশ্বকাপ জয়ের স্বাদও পেয়ে গেলেন। ৩৬ বছর পর মেসির হাত ধরেই আর্জেন্তিনা ফের বিশ্বকাপ জিতেছে।
উরুগুয়ের লুইস সুয়ারেজেরও এটাই শেষ বিশ্বকাপ ছিল হয়ত। দেশের জার্সিতে তিনটি বিশ্বকাপে অংশ নিয়েছিলেন এই তারকা ফরোয়ার্ড।
দেশের জার্সিতে ১৩৪ ম্যাচে ৬৮ গোল করেছেন সুয়ারেজ। এরমধ্যেই ইউরোপিয়ান ক্লাব ফুটবল ছেড়ে উরুগুয়ের ক্লাবের হয়ে খেলছেন সুয়ারেজ।
তালিকায় অবশ্যই থাকবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম। প্রায় ১৮ বছরের ফুটবল কেরিয়ার হয়ত শেষের পথে এই পর্তুগিজ সুপারস্টারের নামও।
মরক্কোর বিরুদ্ধে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে গিয়েছিল ৩৭-এর রোনাল্ডোর। ২০২৬ বিশ্বকাপে যে তাঁকে দেখা যাবে না তা নিশ্চিত। কিন্তু এখন দেখার তিনি আসন্ন ইউরো পর্যন্ত খেলেন কি না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -