T20 WC: পাঁচ তারকার ফর্মে ভর করেই বিশ্বজয়ের স্বপ্ন দেখছে ভারতীয় দল

Indian Cricket Team: গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে ভারত। দলকে বিশ্বজয়ের স্বপ্ন দেখাচ্ছেন ইনফর্ম এই পাঁচ তারকার পারফরম্যান্স।

বিশ্বকাপে ভারতকে ভরসা জোগাচ্ছেন এই তারকারা (ছবি: আইসিসি ট্যুইটার)

1/9
গোটা বিশ্বকাপ জুড়েই দুর্দান্ত ছন্দে সূর্যকুমার যাদব। মিডল ওভারে সূর্যর আক্রমণাত্মক ব্যাটিং ম্যাচে পার্থক্য গড়ে দিচ্ছে।
2/9
বিশ্বকাপে এখনও পর্যন্ত ৭৫-র গড় ও ১৯৩.৯৬ গড়ে মোট ২২৫ রান করেছেন সূর্যকুমার।
3/9
টি-টোয়েন্টি ফর্ম্যাটে বরাবরই ম্যাচে পার্থক্য গড়ে দেন অলরাউন্ডাররা। এই বিশ্বকাপেও সেই ভূমিকায় দারুণ সফল হার্দিক। চাপের মুখে ব্যাটে, বলে অনবদ্য পারফর্ম করছেন হার্দিক।
4/9
তিনি পাঁচ ম্যাচে প্রায় ১৩৯-র স্ট্রাইক রেটে বিশ্বকাপে এখনও পর্যন্ত মোট ২৪৬ রান করেছেন।
5/9
হার্দিকের সম্পূর্ণ ফিটনেসে ফেরে এবং চার ওভার বল করা নিঃসন্দেহে ভারতের বড় ভরসার কারণ।
6/9
বিশ্বকাপ জুড়ে নতুন বলে অনবদ্য পারফর্ম করছেন অর্শদীপ সিংহ। প্রতি ম্যাচেই শুরুতে উইকেট নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলছেন অর্শদীপ।
7/9
পাঁচ ম্যাচে ইতিমধ্যেই ১০ উইকেট নিয়ে টুর্নামেন্টের অন্যতম সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হার্দিক।
8/9
তবে ভুবনেশ্বর কুমারকেও ভুলে গেলে চলবে না। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষকে বেঁধে রাখছেন ভুবি।
9/9
বাকি বোলাররা ভুবির তৈরি চাপের সুফল উইকেট হিসাবে পাচ্ছে। অর্শদীপ সিংহ নিজেই এই কথা স্বীকারও করে নিয়েছেন।
Sponsored Links by Taboola