T20 WC: পাঁচ তারকার ফর্মে ভর করেই বিশ্বজয়ের স্বপ্ন দেখছে ভারতীয় দল
গোটা বিশ্বকাপ জুড়েই দুর্দান্ত ছন্দে সূর্যকুমার যাদব। মিডল ওভারে সূর্যর আক্রমণাত্মক ব্যাটিং ম্যাচে পার্থক্য গড়ে দিচ্ছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশ্বকাপে এখনও পর্যন্ত ৭৫-র গড় ও ১৯৩.৯৬ গড়ে মোট ২২৫ রান করেছেন সূর্যকুমার।
টি-টোয়েন্টি ফর্ম্যাটে বরাবরই ম্যাচে পার্থক্য গড়ে দেন অলরাউন্ডাররা। এই বিশ্বকাপেও সেই ভূমিকায় দারুণ সফল হার্দিক। চাপের মুখে ব্যাটে, বলে অনবদ্য পারফর্ম করছেন হার্দিক।
তিনি পাঁচ ম্যাচে প্রায় ১৩৯-র স্ট্রাইক রেটে বিশ্বকাপে এখনও পর্যন্ত মোট ২৪৬ রান করেছেন।
হার্দিকের সম্পূর্ণ ফিটনেসে ফেরে এবং চার ওভার বল করা নিঃসন্দেহে ভারতের বড় ভরসার কারণ।
বিশ্বকাপ জুড়ে নতুন বলে অনবদ্য পারফর্ম করছেন অর্শদীপ সিংহ। প্রতি ম্যাচেই শুরুতে উইকেট নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলছেন অর্শদীপ।
পাঁচ ম্যাচে ইতিমধ্যেই ১০ উইকেট নিয়ে টুর্নামেন্টের অন্যতম সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হার্দিক।
তবে ভুবনেশ্বর কুমারকেও ভুলে গেলে চলবে না। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষকে বেঁধে রাখছেন ভুবি।
বাকি বোলাররা ভুবির তৈরি চাপের সুফল উইকেট হিসাবে পাচ্ছে। অর্শদীপ সিংহ নিজেই এই কথা স্বীকারও করে নিয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -