Sourav Ganguly: ৫০ ফুটের রাবণ, ৪০ ফুটের মেঘনাদ-কুম্ভকর্ণের কুশপুতুল দাহ করে দশেরা পালন, দর্শক সৌরভ
আজ বিজয়া দশমী। মা উমা ফিরে যাবেন কৈলাসে নিজের সংসারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য হল রাবণের কুশপুত্তলিকা পোড়ানোর মধ্যে দিয়ে দশেরা উদযাপন।
দশেরায় শহরের সবচেয়ে উঁচু কুশপুত্তলিকা পোড়ানোর ঐতিহ্য বজায় রেখে, সল্ট লেক সাংস্কৃতিক সংসদ কমিটি এবং সানমার্গ সেন্ট্রাল পার্ক সল্টলেক এলাকায় ৫০ ফুট লম্বা রাবণ এবং ৪০ ফুট মেঘনাদ এবং কুম্ভকর্ণের কুশপুতুল দাহ করে।
এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল মন্দের অবসান ভালোর বিজয় উদযাপন। পশ্চিমবঙ্গের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের মধ্যে একটি ইতিবাচক সংযোগ স্থাপন করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তথা জাতীয় ক্রিকেট দলের কিংবদন্তি অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, দমকল প্রতিমন্ত্রী সুজিত বসু, বিধায়ক বিবেক গুপ্ত-সহ অন্যান্যরা।
দশমীতে মন খারাপ করা খবর সৌরভের বাড়িতে । জানা গিয়েছে, নবমীর রাতে আচমকাই অসুস্থ বোধ করেন ডোনা । সঙ্গে সঙ্গে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে । সেখানে উপসর্গ দেখে তাঁর ডেঙ্গি হয়েছে বলে প্রথমে অনুমান করেন চিকিৎসকেরা ।
সেই মতো ডেঙ্গি পরীক্ষা করানো হয় ডোনার । কিন্তু রিপোর্টে তেমন কিছু আসেনি । এর পর চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা । তার পর জানা যায়, আসলে চিকুনগুনিয়ায় আক্রান্ত সৌরভ-পত্নী । তার পর ডেঙ্গির চিকিৎসা শুরু হয় তাঁর। বুধবার সকালে ডোনার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে ।
সৌরভ নিজে হাসপাতালে ডোনাকে দেখতে গিয়েছিলেন। সন্ধ্যায় তিনি যান সল্ট লেকের অনুষ্ঠানে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -