IPL: বিপুল অর্থের হাতছানি উপেক্ষা, আইপিএলকে 'না' বলেছিলেন এই ক্রিকেটাররা
২০০৯ সালে আইপিএলের অফার ফিরিয়ে দিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড। অ্যাশেজে মন দিতে চান বলে আইপিএলে খেলেননি তিনি। ২০১০ সালেও তাঁকে কোনও দলে দেখা যায়নি। এরপর থেকে আর আইপিএলে কোনও মরসুমেই দেখা যায়নি ব্রডকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্টুয়ার্ট ব্রড ইংল্যান্ডের টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য। ২০১৫ সালের বিশ্বকাপের পর থেকে আর সীমিত ওভারের ফর্ম্যাটে দেখা যায়নি ব্রডকে।
ইংল্য়ান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলতে দেখা গিয়েছে সাকিব মাহমুদকে। দেশের জার্সিতেও খেলেছেন। তিনিও আইপিএল খেলেননি।
সূত্রের খবর, ২০২২ সালে আইপিএলে একটি দলের থেকে অফার দেওয়া হয়েছিল সাকিব মাহমুদকে। কিন্তু তিনি কাউন্টিতে মন দিতে চান বলে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তবে কোন ফ্র্যাঞ্চাইজি, তা উল্লেখ করেননি মাহমুদ।
তালিকায় রয়েছেন আরেক ইংল্য়ান্ড অলরাউন্ডার রবি বোপারা। পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ দলের অংশ ছিলেন এক সময় যদিও বোপারা।
২০১১ সালে মুম্বই ইন্ডিয়ান্স শিবির থেকে বোপারাকে প্রস্তাব দেওয়া হয়েছিল খেলার, কিন্তু তিনি ফিরিয়ে দেন আইপিএলের সেই প্রস্তাব।
বাংলাদেশ ক্রিকেট দলের তরুণ তারকা পেসার তাসকিন আহমেদ। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলছেন তিনি।
গত আইপিএলে মার্ক উড ছিটকে যাওয়ার পর লখনউ সুপারজায়ান্টস দলে খেলার সুযোগ ছিল তাসকিনের সামনে। কিন্তু বিসিবি তাঁকে এনওসি না দেওয়ায় খেলতে পারেননি তাসকিন।
ইংল্য়ান্ডের এক নম্বর পেসার জেমন অ্যান্ডারসনও রয়েছেন তালিকায়। ২০১৫ সালের পর থেকে সীমিত ওভারের ফর্ম্য়াটে দেখা যায়নি অ্যান্ডারসনকে।
অ্যান্ডারসন ২০১০ সালের আগে পর্যন্ত অনেকগুলো ফ্র্য়াঞ্চাইজি থেকে খেলার প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু জাতীয় দলের হয়ে খেলার জন্য ফিট থাকতে চান বলে সেই প্রস্তাব ফিরিয়েছিলেন জিমি।
শ্রীলঙ্কা ক্রিকেট দলের সীমিত ওভারের ক্রিকেটে অটোমেটিক চয়েস কুশল পেরেরা। মারমুখি ব্যাটিংয়ের জন্য বিখ্যাত এই ওপেনার। তিনিও আইপিএল খেলেননি।
২০১৮ সালে ডেভিড ওয়ার্নার সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলেননি। সেবারই কুশল পেরেরাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। যদিও তিনি ঘরোয়া ক্রিকেট খেলবেন বলে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -