MS Dhoni: ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির থেকেও বেশি ম্য়াচ খেলেছেন এই ক্রিকেটাররা
ভারতের অধিনায়ক হিসেবে দুটো বিশ্বকাপ ঝুলিতে। একটি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। দেশের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমোট ৩৫০টি ওয়ান ডে ম্য়াচে প্রতিনিধিত্ব করেছেন মহেন্দ্র সিংহ ধোনি। তার মধ্যে ৩৪৭ ম্য়াচে ভারতের জার্সিতে ও ৩টি ম্য়াচে এশিয়া একাদশের জার্সিতে।
৪০০ ওয়ান ডে খেলার এলিট লিস্টে নাম নেই ধোনি। তাঁর থেকেও বেশি ওয়ান ডে ম্য়াচ খেলেছেন এমন আরও ৮ ক্রিকেটার রয়েছেন।
পাকিস্তান ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। তিনি তাঁর দীর্ঘ কেরিয়ারে মোট ৩৯৮ ম্য়াচ খেলেছেন।
পাকিস্তানের হয়ে ১৯৯২ বিশ্বকাপজয়ী ও প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম উল হক। তিনি মোট ৩৭৮ টি ম্য়াচ খেলেছেন।
ওয়াসিম আক্রম ১৯৮৪-২০০৩ পর্যন্ত মোট ৩৫৬টি ওয়ান ডে ম্য়াচ খেলেছেন।
১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কা দলের সদস্য। সনৎ জয়সূর্য মোট ৪৪৫টি ওয়ান ডে ম্য়াচ খেলেছেন।
তালিকায় আছেন মাহেলা জয়বর্ধনে। ১৯৯৮-২০১৫ পর্যনত খেলেছেন। মোট ৪৪৮টি ম্য়াচ খেলেছেন।
২০০০ সালে অভিষেক হওয়ার পর থেকে ২০১৫ সাল পর্যন্ত মোট ৪০৪টি ওয়ান ডে ম্য়াচ খেলেছেন কুমার সাঙ্গারকার।
১৯৯৫ থেকে ২০১২ পর্যন্ত খেলেছেন রিকি পন্টিং। তিনি ওয়ান ডে কেরিয়ারে অস্ট্রেলিয়ার জার্সিতে ৩৭৫টি ম্য়াচ খেলেছেন।
সচিন তেন্ডুলকর তালিকায় সর্বাধিক ম্য়াচ খেলেছেন ওয়ান ডে ফর্ম্য়াটে। ১৯৮৯ থেকে ২০১২ পর্যন্ত মোট ৪৬৩টি ম্য়াচ খেলেছেন মাস্টার ব্লাস্টার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -