IPL 2023: গত আইপিএলে সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকিয়েছেন কোন ব্যাটার? তালিকায় আর কে কে রয়েছেন?
গত আইপিএলে রানার্স আপ হয়েছিল গুজরাত টাইটান্স। দলের সেরা ব্যাটার ছিলেন শুভমন গিল। যে কোনও ব্যাটারদের মধ্যে সর্বাধিক ৩টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন গিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত আইপিএলে দুটো শতরান করেছেন বিরাট কোহলি। সানরাইজার্স ও গুজরাতের বিরুদ্ধে টানা শতরান হাঁকিয়েছেন তিনি।
গোটা মরশুমে খুব একটা ভাল কাটেনি ইংল্যান্ডের হ্যারি ব্রুকের। তবে কেকেআরের বিরুদ্ধে ইডেনে শতরান হাঁকিয়েছিলেন তিনি।
তালিকায় রয়েছেন সানরাইজার্সের হেনরিখ ক্লাসেন। আরসিবির বিরুদ্ধে ১০৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
ক্যামেরন গ্রিন রয়েছেন তালিকায়। আইপিএলে নিজের অভিষেক মরশুমেই সানরাইজার্সের বিরুদ্ধে শতরান হাঁকিয়েছিলেন অজি অলরাউন্ডার।
চতুর্থ কণিষ্ঠতম প্লেয়ার হিসেবে আইপিএলে শতরান। রাজস্থান রয়্যালসের জার্সিতে ১২৪ রানের ইনিংস খেলেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।
কেকেআরের দ্বিতীয় ব্যাটার হিসেবে শতরান হাঁকিয়েছিলেন বেঙ্কটেশ আইয়ার। এর আগে আইপিএলে নাইটদের হয়ে সেঞ্চুরি করেছেন ব্রেন্ডন ম্যাকালাম।
পাঞ্জাব কিংসের জার্সিতে প্রভসিমরন সিংহ দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে ১০১ রানের ইনিংস খেলেছিলেন।
নিজের কেরিয়ারের প্রথম আইপিএল শতরান হাঁকিয়েছিলেন সূর্যকুমার যাদব গুজরাত টাইটান্সের বিরুদ্ধে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -