Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
European football League: ইউরোপিয়ান ফুটবল লিগে সর্বাধিক ৫ গোলস্কোরারের তালিকায় কে কে রয়েছেন?
পিএসজির হয়ে খেলেন ফ্রান্সের তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। লিগ ওয়ানে তিনিই সর্বোচ্চ গোলস্কোরার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই মরসুমে ৩৭ ম্য়াচে ২৮ গোল করেছেন এমবাপে। এই মরসুমে লিগ ওয়ান চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি। এই নিয়ে রেকর্ড ১১ বার।
আর্লিং হালান্ড রয়েছেন তালিকায়। ম্যাঞ্চেস্টার সিটির হয়ে খেলেন নরওয়ের এই তরুণ স্ট্রাইকার।
ম্যান সিটিকে প্রিমিয়ার লিগ জেতানোর পেছনে বিশাল অবদান রয়েছে হালান্ডের। এই মরসুমে ৩৫ ম্যাচে ৩৬ গোল করেছেন তিনি।
সিরি-এ-তে নাপোলির হয়ে খেলা ভিক্টর ওসোহমিন এবার সর্বোচ্চ গোলস্কোরার হয়েছেন। ৩৭ ম্যাচে তিনি ২৩ গোল করেছেন।
নাইজেরিয়ার এই তরুণ স্ট্রাইকারের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ৩৩ বছর পর সিরি-এ খেতাব ঘরে তুলেছে নাপোলি।
বুন্দেশলিগায় সর্বোচ্চ গোলস্কোরার হয়েছেন নিকলাস ফুলক্রুগ। তিনি এসডি ওয়েডার ব্রেমেনের হয়ে খেলেন।
জার্মানির এই ফরোয়ার্ড গোলের মুখ খুব ভাল চেনেন। ধারাবাহিকভাবে বুন্দেশলিগায় ভাল পারফর্ম করে ২৮ ম্যাচে ১৬ গোল করেছেন এই মরসুমে।
তালিকায় অবশ্যই থাকবেন রবার্ট লেওয়ানডস্কি। বার্সার হয়ে খেলে ৩৩ ম্য়াচে ২৩ গোল করেছেন তিনি।
লেওয়ানডস্কি এই মরসুমে লা লিগার সর্বোচ্চ গোলস্কোর। তিনি পোল্যান্ডের জাতীয় ফুটবল দলের অধিনায়কও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -