World Cup 2023: প্রতি ম্যাচেই প্রায় সেঞ্চুরির বন্যা, চলতি বিশ্বকাপের সেরা শতরানগুলো এক ঝলকে
চলতি বছর ভারতের মাটিতে আয়োজিত হচ্ছে বিশ্বকাপ। ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত অনেকগুলো আকর্ষণীয় শতরান দেখতে পাওয়া গিয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাংলাদেশের বিরুদ্ধে ১৭৪ রানের ইনিংস খেলেছিলেন কুইন্টন ডি কক। ১৪০ বলের ইনিংসে ১৫টি বাউন্ডারি ও ৭টি ছক্কা হাঁকিয়েছিলেন।
গ্লেন ম্যাক্সওয়েলের কথা বলতেই হয়। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৪০ বলে শতরানের ইনিংস খেলছিলেন। বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতরানের মালিক ম্যাক্সওয়েলই।
ডেভিড ওয়ার্নারের একটি ইনিংস রয়েছে এই তালিকায়। ১২৪ বলে ১৬৩ রানের ইনিংস খেলেছিলেন ওয়ার্নার পাকিস্তানের বিরুদ্ধে।
হেনরিচ ক্লাসেন দুর্ধর্ষ ব্যাটিং করেছেন চলতি বিশ্বকাপে।
ডেভিড মালানও শতরান হাঁকিয়েছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে ৪৯ বলে শতরান হাঁকিয়েছিলেন এইডেন মারক্রাম। ১৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি।
নিউজিল্যান্ডের তরুণ অলরাউন্ডার রাচিন রবীন্দ্র রয়েছেন তালিকায়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৪ বলে ১০৬ রানের ইনিংস খেলেছিলেন।
রোহিত শর্মা ভারত অধিনায়ক। তিনিও তালিকায়। ৮৪ বলে ১৩১ রানের ইনিংস খেলেছিলেন হিটম্যান।
কিং কোহলিও তালিকায় রয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলেছিলেন বিরাট। যা তাঁর ৪৮ তম শতরান ওয়ান ডে ফর্ম্য়াটে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -