IND vs WI: জুটিতে ৭ উইকেট ঝুলিতে, প্রথম ওয়ান ডে-তে রেকর্ড কুলদীপ-জাডেজার
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে বল হাতে কামাল দেখিয়েছেন রবীন্দ্র জাডেজা ও কুলদীপ যাদব।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজাডেজা ম্যাচে তিন উইকেট নেন। কুলদীপ ম্যাচে ৪ উইকেট নেন। ২ জনেই নতুন রেকর্ডও গড়েন এই ম্য়াচে।
৩ ওভার বল করে মাত্র ৬ রান খরচ করে ৪ উইকেট তুলে নিয়েছিলেন কুলদীপ। বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাওয়ার জন্য নিজেদের অন্যতম দাবিদার হিসেবে তুলে ধরলেন চায়নাম্য়ান।
কুলদীপের ঝুলিতে ছিল শাই হোপ, ডমিনিক ডেরেস, জেইডেন সিলস ও ইয়ানিক ক্যারিয়ার উইকেট।
প্রথম ম্যাচে ২৩ ওভারে ক্যারিবিয়ানদের গুটিয়ে দেয় ভারতীয় বোলাররা। বার্বাডোজে ৫ উইকেট জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল।
৬ ওভারে ৩৭ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন রবীন্দ্র জাডেজা। হেটমায়ার, পাওয়েল ও রোমারিওর উইকেট তুলে নেন তিনি।
কুলদীপ-জাডেজা মোট ৭ উইকেট তুলে নেন ম্যাচে। এর আগে কোনও বাঁ-হাতি স্পিন জুটি একটি ওয়ান ডেতে এতগুলি উইকেট নিতে সক্ষম হয়নি। সেই পরিপ্রেক্ষিতে ইতিহাসের পাতায় নাম তুললেন ভারতীয় তারকারা।
জাডেজা ও কুলদীপের দুরন্ত বোলিংয়ের সুবাদে মাত্র ১১৪ রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ২২.৫ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।
আগামীকাল বার্বাডোজে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ। এই ম্যাচ জিতলেই সিরিজ জিতে নেবে ভারতীয় দল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -