Asia Cup: পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপ অভিযান শুরু করবে ভারত, টুর্নামেন্টে নজরে থাকবেন এই ১০ ভারতীয়
তালিকায় সবার আগে থাকবেন যশপ্রীত বুমরা। চোট সারিয়ে দীর্ঘ ৩২৭ দিন পরে ২২ গজে ফিরেছেন। আয়ারল্য়ান্ড সিরিজে নেতৃত্বে দিয়েছেন, নিজেও পারফর্ম করেছেন। বুমরার বোলিংয়ের দিকে তাকিয়ে থাকবেন সবাই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতের বাঁহাতি তরুণ উইকেট কিপার ব্যাটার ঈশান কিষাণ। গিল ও রোহিত একাদশে থাকলে হয়ত সুযোগই মিলবে না ঈশনের। তবে নজরে থাকবেন তিনিও।
শ্রেয়স আইয়ারও চোট সারিয়ে এশিয়া কাপের দলে ঢুকে পড়েছেন। গত বিশ্বকাপের পর থেকে ৪ নম্বর পজিশনে সর্বাধিক রানের মালিক শ্রেয়সই।
কে এল রাহুলও চোট সারিয়ে ফিরেছেন জাতীয় দলে। মিডল অর্ডারে তাঁর দিকেই নজর থাকবে। ১৮ ইনিংসে ৭৫০ রান করেছেন পাঁচ নম্বর পজিশনে নেমে। এশিয়া কাপেও পাঁচ নম্বরে রাহুলের ওপরই মিডল অর্ডারের ভরসা থাকবে।
একমাত্র স্পেশালিস্ট স্পিনার হিসেব খেলবেন কুলদীপ যাদব।
অধিনায়ক হিসেবে এশিয়া কাপ রোহিত শর্মার কাছে ড্রেস রিহার্সাল হতে চলেছে। এই টুর্নামেন্টেই ওয়ান ডে ফর্ম্য়াটে ১০ হাজার রান পূরণ করে নিতে পারেন তিনি।
সঞ্জু স্যামসনকে রিজার্ভ প্লেয়ার হিসেবে দলে নেওয়া হয়েছে। ওয়ান ডে ফর্ম্যাটে যদিও স্যামসনের গড় ৫০-র ওপরে। সুযোগ পেলে নিজেকে প্রমাণ করার মরিয়া তাগিদ থাকবে স্যামসনের।
সূর্যকুমার যাদবও আছেন তালিকায়। শেষ ১৮ ওয়ান ডে ইনিংসে গড় ১৫ ছিল সূর্যকুমারের। নিজের রেকর্ড ভাল করার চেষ্টা করবেন এই ডানহাতি ব্যাটার।
এই তালিকায় নিঃন্দেহে থাকবেন বিরাট কোহলি। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তনের বিরুদ্ধে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলে ম্যাচ জিতিয়েছিলেন। এবারও বিরাটের ব্যাট চললে যে কোনও দলের চিন্তার শেষ থাকবে না।
সবার শেষে তালিায় থাকবেন তিলক ভার্মা। মাত্র ২০ বছর বয়স। জাতীয় দলে টি-টোয়েন্টিতে অভিষেকেই নজর কেড়েছেন। এশিয়া কাপে ওয়ান ডে ফর্ম্যাটে তাঁর অভিষেক হয় কি না তা দেখার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -