Paralympics 2024: রেকর্ড সোনা প্যারালিম্পিক্সের মঞ্চে এবার, তেরঙ্গা আকাশ ছুঁয়েছে ওঁদের জন্যই
১০ মিটার এয়ার রাইফেলের ফাইনাল ইভেন্টে সোনা জিতেছিলেন অবনী লেখারা। টোকিও অলিম্পিক্সেও সোনা জিতেছিলেন এই শ্যুটার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্য়ারালিম্পিক্সের ইতিহাসে একমাত্র মহিলা শ্যুটার হিসেবে দুটো সোনা জয়ের নজির গড়েছেন ভারতের অবনী লেখারা।
প্যারালিম্পিক্সে এফ 51 ক্লাব থ্রো ইভেন্টে সোনা জিতেছিলেন ধরমবীর। একই ইভেন্টে রুপো পেয়েছেন ভারতের প্রণব সুরমা।
নিজের পঞ্চম থ্রোয়ে একমাত্র সাফল্য পেয়েছিলেন এদিন ধরমবীর। আর তাতেই সোনা নিশ্চিত করেন তিনি। এই ইভেন্টে ৩৪.৯২ মিটার দূরত্বে থ্রো করেছিলেন।
প্যারালিম্পিক্সের ইতিহাসে ভারতের প্রথম প্যারা তিরন্দাজ হিসেবে টুর্নামেন্টের ইতিহাসে সোনা জিতেছেন হরভিন্দার সিংহ।
ফাইনালে একতরফা লড়াইয়ে জয় ছিনিয়ে নেন হরভিন্দার। পোল্যান্ডের প্রতিদ্বন্দ্বীকে ৬-০ ব্যবধানে হারিয়ে দিয়ে সোনা জেতেন এই ভারতীয় প্যারা অ্যাথলিট।
প্যারালিম্পিক্সে ব্যাডমিন্টনের পুরুষ সিঙ্গলসে এসএল থ্রি বিভাগে সোনা জিতলেন ভারতীয় শাটলার। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ইংরেজ প্রতিপক্ষ ড্যানিয়েল বেথেলকে হারিয়ে দিয়েছিলেন নীতেশ কুমার।
২১-১৪, ১৮-২১ ও ২৩-২১ গেমে রুদ্ধশ্বাস ম্যাচে জিতলেন নীতেশ। সেই সঙ্গে সোনার পদক জয়ও নিশ্চিত করলেন।
প্যারিস প্যারালিম্পিক্সে পুরুষদের হাই জাম্পে টি সিক্সটি ফোর ইভেন্টে সোনা জিতলেন প্রবীন কুমার। দুরন্ত লাফে শুধু সোনাই জিতলেন না প্রবীণ, গড়লেন এশিয়ান রেকর্ডও।
ফাইনালে ২.০৮ মিটার লাফান প্রবীণ। যেটা তাঁর ব্যক্তিগত সেরা তো বটেই, এশিয়ান রেকর্ডও। এশিয়ার কোনও প্যারা অ্যাথলিট এতটা লাফ দিতে পারেননি।
জ্যাভলিন থ্রোয়ে রেকর্ড দূরত্ব অতিক্রম করে সোনা জিতলেন সুমিত। গত অলিম্পিক্সেও জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতেছিলেন সুমিত। প্যারিসে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে নতুন রেকর্ডও গড়লেন। এফ ৬৪ ফাইনালে ৭০.৫৯ মিটার জ্যাভলিন ছুড়ে প্যারালিম্পিক্সে রেকর্ড গড়েন তিনি।
টোকিও প্যারালিম্পিক্সেও সোনা জয়ী সুমিত অবনীর মতই জ্যাভলিনে প্যারালিম্পিক্সের মঞ্চ থেকে দ্বিতীয় সোনা ছিনিয়ে নিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -