Sachin Tendulkar: সচিনের ১০০ সেঞ্চুরির সেরা ১০ সেঞ্চুরি এক নজরে দেখে নেওয়া যাক
১৯৯২ সালে পারথের বাউন্সি পিচে ১৬১ বলে ১১৪ রানের ইনিংস খেলেছিলেন সচিন তেন্ডুলকর। সিরিজ হারলেও ৩৬৮ রান করে সিরিজের সর্বাধিক রান সংগ্রাহ ছিলেন সচিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৯৯৬ বিশ্বকাপে কিনিয়ার বিরুদ্ধে অপরাজিত ১২৭ রানের ইনিংস খেলেছিলেন সচিন তেন্ডুলকর। নিজের ইনিংসে ১৫টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি।
১৯৯৮ কোকা কোলা কাপে শারজা পার্কে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঝোড়ো ১৪৩ রানের ইনিংস খেলেছিলেন। ১৩১ বল খরচ করেছিলেন সচিন।
১৯৯৯ বিশ্বকাপে ১০১ বলে ১৪০ রানের ইনিংস খেলেছিলেন কিনিয়ার বিরুদ্ধে। সেই ইনিংসে ১৬টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকিয়েছিলেন।
২০০২ হেডিংলে টেস্টে ১৯৩ রান করেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। ৩৩০ বলের ইনিংসে ১৯টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকিয়েছিলেন।
২০০৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ১০৯ রানের ইনিংস খেলেছিলেন। সুনীল গাওস্করের ৩৪ টেস্টে সেঞ্চুরির রেকর্ড ভেঙে ৩৫ তম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।
২০০৮ সালে ইংল্য়ান্ডের বিরুদ্ধে ১৯৬ বলে ১০৩ রানের ইনিংস খেলেছিলেন। ৩৮৭ রান তাড়া করতে নেমে ভারত জয় ছিনিয়ে নিয়েছিল।
২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১১১ রানের ইনিংস। টেস্টে প্রথম প্লেয়ার হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন।
২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০০ রানের ইনিংস খেলেছিলেন। বিশ্বের প্রথম প্লেয়ার হিসেবে ওয়ান ডে ফর্ম্যাটে দ্বিশতরান করেন।
২০১২ সালে এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে নিজের ওয়ান ডে ফর্ম্যাটে ৪৯ তম সেঞ্চুরি করেছিলেন। সেটি ছিল তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের ১০০ তম শতরান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -