Shane Warne: স্পিনের জালে কুপোকাত করতেন ব্যাটারদের, ফিরে দেখা প্রয়াত শেন ওয়ার্নের সেরা পাঁচটি স্পেল
১৯৯৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে গাব্বা টেস্টে ৭১ রানের বিনিময়ে এক ইনিংসে ৮ উইকেট তুলে নিয়েছিলেন শেন ওয়ার্ন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত বছর ৪ মার্চ প্রয়াত হয়েছিলেন শেন ওয়ার্ন। আজ ফিরে দেখা যাক কিংবদন্তি অজি লেগস্পিনারের সেরা পাঁচটি স্পেল।
১৯৯২ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে ৫২ রানের বিনিময়ে ৭ উইকেট তুলে নিয়েছিলেন শেন ওয়ার্ন। প্রথমবার প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্য়াওয়ার্ড জিতেছিলেন তিনি।
১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ৫৬ রানের বিনিময়ে ৭ উইকেট নিয়েছিলেন। সেই ম্যাচে পুরো ১২ উইকেট নিয়েছিলেন ওয়ার্ন।
১৯৯৫ সালে গাব্বায় পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। সেটি ছিল ওয়ার্নের পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট। সেই ম্যাচে এক ইনিংসে ২৩ রানের বিনিময়ে ৭ উইকেট নিয়েছিলেন ওয়ার্ন।
১৯৯৬ বিশ্বকাপ সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪৬ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নিয়েছিলেন ওয়ার্ন। ম্যাচেও হার মানে ক্যারিবিয়ানরা।
থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখানেই ৫২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন শেন ওয়ার্ন। দেশের জার্সিতে টেস্টে ৭০৮ ও ওয়ান ডে-তে ২৯৩ উইকেটের মালিক ছিলেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -