Indian Badminton: ব্যাডমিন্টনে ইতিহাস গড়ে পদক ভারতের, ফিরে দেখা এই খেলায় ভারতের সোনালি অধ্যায়
ব্যাডমিন্টন এশিয়া মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে প্রথমবার পদক নিশ্চত করল ভারত। হংকংয়ের কাছে হেরে ব্রোঞ্জ জিতে নিল ভারতীয় দল। অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জিতে দেশের ব্যাডমিন্টনের মান বাড়িয়েছিলেন প্রকাশ পাডুকোন। ইন্দোনেশিয়ার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ১৯৮০ সালে প্রথম ভারতীয় হিসেবে এই নজির গড়েছিলেন প্রকাশ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০০১ সালে পুলেল্লা গোপীচাঁদ ফের একবার অল ইংল্যান্ড ওপেন চ্যাম্পিয়নশিপ জেতেন। দ্বিতীয় ভারতীয় হিসেবে এই নজির গড়েন তিনি।
চিনের চেন হংকে ১৫-১২, ১৫-৬ ব্যবধানে হারিয়ে ২১ বছর পর অল ইংল্যান্ড ওপেন চ্যাম্পিয়নশিপ জেতেন পুলেল্লা। দেশের ব্যাডমিন্টন জগতে ২ জনই এক উল্লেখযোগ্য নাম।
২০১৬ সালে রিও অলিম্পিক্সে রুপো জেতেন পিভি সিন্ধু। ক্যারোলিনা মারিনের কাছে ফাইনালে হেরে সোনা জয়ের স্বপ্নভঙ্গ হয় হায়দরাবাদি তরুণীর।
২০১৯ সালে প্রথম ভারতীয় শাটলার হিসেবে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন পিভি সিন্ধু। নাজোমি ওকুহারাকে ২১-৭, ২১-৭ ব্যবধানে হারিয়ে দেন তিনি।
গত বছর, অর্থাৎ ২০২২ সালে ইতিহাস গড়ে ভারতীয় ব্যাডমিন্টন দল। প্রথমবারের জন্য থমাস কাপ জিতে নেয় তারা।
এই টুর্নামেন্টে ভারতীয় দল হারিয়ে দেয় ১৪ বারের থমাস কাপ জয়ী ইন্দোনেশিয়াকে। ভারতীয় পুরুষ দলের ব্যাডমিন্টন ইতিহাসে অন্যতম বড় জয় বলা যায় এটিকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -