Asia Cup: আজকের দিনেই প্রথমবার এশিয়া কাপ জিতেছিল ভারত, টুর্নামেন্টে সর্বাধিক ৭ বার খেতাব জিতেছে তারা
এশিয়া কাপে এখনও পর্যন্ত সর্বাধিক ৭ বার জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। ১৯৮৪ সালে আজকের দিনেই প্রথমবার এশিয়া কাপ জেতে টিম ইন্ডিয়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৯৮৪ সালে ভারত ৪ উইকেট হারিয়ে ৪৬ ওভারে ১৮৮ রান বোর্ডে তুলে নেয়। ৭২ বলে ৫৬ করেন সুরিন্দর খান্না। পাকিস্তান ১৩৪ রানে অল আউট হয়ে যায়।
১৯৮৮ সালের এশিয়া কাপে সিঁধুর ৮৭ বলে ৭৬ রানের ওপর ভর করে ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে খেতাব জেতে। ১৭৭ রান তাড়া করতে নেমে জয় পায় ভারত
১৯৯০ সালে এশিয়া কাপে কপিল দেব ৩১ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন। দ্বিতীয় ভারতীয় হিসেবে ওয়ান ডে ফর্ম্যাটে হ্যাটট্রিক করেন। শ্রীলঙ্কাকে হারিয়ে খেতাব জেতে কপিল দেব।
শ্রীলঙ্কা ২৩১ রান বোর্ডে তুলেছিল। সেই রান তাড়া করতে নেমে ১৯৯৫ সালে সিঁধুর সঙ্গে জুটি বেঁধে পার্টনারশিপ গড়েন আজহারউদ্দিন। ৮ উইকেটে জয় পায় ভারত।
২০১০ এশিয়া কাপে ভারত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬৮ রান বোর্ডে তোলে। দীনেশ কার্তিক ৬৬ রান করেন।
২০১৬ এশিয়া কাপে ৪৪ বলে ৬০ রান করেন শিখর ধবন। ১৫ ওভারের ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দেয় ভারত।
২০১৮ এশিয়া কাপেও বাংলাদেশকে হারিয়ে খেতাব জেতে ভারত। ৪৮ রান করেন রোহিত ও ৩ উইকেট নেন কুলদীপ যাদব।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -