World Cup 2011: বিশ্বজয়ের ১৩ বছর পূর্তি, ফিরে দেখা টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার সেরা মুহূর্তগুলো
২০১১ বিশ্বকাপে ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। দ্বিতীয় বারের জন্য বিশ্বজয় করে ভারত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্য়াচে ১০ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্য়াচ জিতে যায়।
ফাইনালে অপরাজিত ৯১ রানের ইনিংস খেলেছিলেন। ছক্কা হাঁকিয়ে ফাইনালে জয়ের মুহূর্ত এনে দিয়েছিলেন ধোনি। এছাড়া ৮ ইনিংসে ২8১ রান করেছিলেন তিনি।
ফাইনালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংসটি খেলেছিলেন গৌতম গম্ভীর। ৯৭ রান করে ম্য়াচে ভারতের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন তিনি।
শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে ২৭৪/৬ বোর্ডে তুলে নিয়েছিল। রান তাড়া করতে নেমে ভারত ৪ উইকেট হারিয়ে ম্য়াচ জিতে যায়।
সচিন তেন্ডুলকরের শেষ বিশ্বকাপ ছিল। বিশ্বজয়ের পর তাঁকে কাঁধে নিয়ে মাঠ প্রদক্ষিণ করেন ভারতীয় ক্রিকেটাররা।
গোটা টুর্নামেন্টে ভাল পারফরম্য়ান্সের জন্য সিরিজ সেরার পুরস্কার জিতেছিলেন যুবরাজ সিংহ। ৯ইনিংসে ৩৬২ রান করেছিলেন। ১৫ উইকেটও নেন তিনি।
আন্ডাররেটেড বোলার মানা হয় মুনাফ পটেলকে। ৮ ইনিংসে ১১ উইকেট নেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে ৪ উইকেট নিয়েছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালেও ২ উইকেট নেন।
টুর্নামেন্টে যুগ্মভাবে সর্বাধিক উইকেট শিকারি। ৯ ইনিংসে ২১ উইকেট নিয়েছিলেন জাহির খান। সেরা ফিগার ছিল ২০/৩।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -