ODI Cricket: ৫০ ওভারের ফর্ম্যাটে সেরা ব্যক্তিগত ইনিংস, তালিকায় প্রথম পাঁচে থাকবে কার কার ইনিংস?
সবার আগে গ্লেন ম্যাক্সওয়েল রয়েছেন তালিকায়। সাম্প্রতিক সময়ের সেরা ওয়ান ডে ইনিংসটি তিনি খেলেছেন এবারের বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশ্বকাপের মঞ্চে ৭ নম্বরে ব্যাট করতে নেমে রান তাড়া করে ১২৮ বলে অপরাজিত ২০১ রানের ইনিংস। ২১টি বাউন্ডারি ও ১০টি ছক্কা হাঁকিয়েছিলেন।
রোহিত শর্মার ২৬৪ রানের ইনিংস শ্রীলঙ্কার বিরুদ্ধে। এটিই এখনও পর্যন্ত ওয়ান ডে ফর্ম্যাটে যে কোনও ব্যাটারের করা সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।
ইডেনে সেই ম্যাচে ১৭৩ বলের ইনিংস ৯টি ছক্কা ও ৩৩টি বাউন্ডারি হাঁকিয়েছিলেন হিটম্যান।
কপিল দেবের ১৭৫ রানের ইনিংসের কথা কেই বা ভুলতে পারে। ১৯৮৩ সালে বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে এসেছিল সেই ঐতিহাসিক ইনিংস।
১৭ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর কপিলের ব্যাট থেকে এসেছিল ১৬টি বাউন্ডারি ও ৬টি ছক্কার সেই ঐতিহাসিক ইনিংস যা আজও স্বর্ণাক্ষরে লেখা ক্রিকেটের দলিলে।
তালিকায় আছেন এবি ডিভিলিয়ার্স। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪৪ বলে ১৪৯ রানের ঝােড়াে ইনিংস খেলেছিলেন এবিডি। হাঁকিয়েছিলেন ১৬টি ছক্কা ও ৯টি বাউন্ডারি।
ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি সেই ইনিংসেই হাঁকিয়েছিলেন এবিডি। ৩১ বলে এসেছিল সেঞ্চুরি। যা এখনও অক্ষত তাঁর নামেই।
তালিকায় আছেন মার্টিন গাপ্তিলও। ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ২৩৭ রানের ইনিংস খেলেছিলেন কিউয়ি ওপেনার।
গাপ্তিলের এই ইনিংসটিই ওয়ান ডে বিশ্বকাপে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর এখনও পর্যন্ত। সেই ইনিংসে ছিল ১১টি ছক্কা ও ২৪টি বাউন্ডারি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -