India in Sports 2022: ভারতীয় ক্রীড়াজগতের একাধিক প্রথমের সাক্ষী ২০২২
অলিম্পিক্সে ভারতের হয়ে গত বছর ইতিহাস গড়েছিলেন নীরজ চোপড়া। এ বছরও ইতিহাস গড়ার পালা অব্যাহত। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এ বছরই মাত্র দ্বিতীয় ভারতীয় হিসাবে পদক জেতেন নীরজ। জুরিখে প্রথম ভারতীয় হিসাবে ডায়মন্ড লিগও জেতেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকমনওয়েলথ গেমসে শ্যুটিং না থাকাটা ভারতের জন্য বড় ধাক্কা হলেও, ভারতীয় অ্যাথলিটরা বার্মিংহামে ২২টি সোনা, ১৬টি রুপো ২৩টি ব্রোঞ্জ জেতেন। লন বল, ট্রিপল জাম্পের মতো বিভাগ থেকে আসে একাধিক ঐতিহাসিক পদক।
২০২২টা নিখাত জারিনের বছর বললেও খুব একটা ভুল বলা হবে না। মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথ গেমস এবং মহিলাদের জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন নিখাত।
১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে থমাস কাপের ফাইনালে হারিয়ে লক্ষ্য সেনের নেতৃত্বাধীন ভারতীয় দল প্রথমবার এই টুর্নামেন্টে সোনা জেতে।
গত বছরের অলিম্পিক্সে ভারতীয় মহিলা হকি দল নিজের পারফরম্যান্সে তাক লাগিয়ে দিয়েছিল। এ বছর মহিলাদের প্রথম নেশন্স কাপও জিতে নিলেন তাঁরা। ফাইনালে স্পেনকে ১-০ হারিয়ে ট্রফি জেতে ভারত।
এশিয়ান কাপ টেবিল টেনিসে ইতিহাস গড়লেন মণিকা বাত্রা। প্রথম ভারতীয় মহিলাএশিয়ান কাপে ব্রোঞ্জ পদক জিতলেন তিনি। প্যাডলার
এ বছরের এশিয়া কাপে ১০২১ দিনের অপেক্ষা শেষ করে নিজের ৭১তম আন্তর্জাতিক শতরানটি হাঁকান বিরাট কোহলি। আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করেন তিনি।
ভারতীয় মহিলা ক্রিকেটের জন্য এই বছরটা বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল। হরমনপ্রীত কৌররা কমনওয়েলথে রুপো জেতেন। এশিয়া কাপ ট্রফিও নিজেদের নামে করেন। পাশাপাশি এক ঐতিহাসিক সিদ্ধান্তে বিসিসিআই পুরুষ ও মহিলা উভয় দলের জন্য সমসংখ্যক ম্যাচ ফির কথা ঘোষণা করে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -