Abhishek Banerjee: ডায়মন্ড হারবার এফসি-কে সংবর্ধনা অভিষেকের!
কলকাতা লিগের প্রথম ডিভিশনে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার ডিভিশন বি-তে খেলার যোগ্যতা অর্জন করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফুটবল দল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআবির্ভাবেই সাফল্য পেয়েছে ডায়মন্ড হারবার এফসি। সেই উপলক্ষ্যে রবিবার, টিমের সকলকে সংবর্ধনা দিলেন দলের 'চিফ প্যাট্রন', অভিষেক।
উপস্থিত ছিলেন ডায়মণ্ড হারবার এফ সির কোচ কিভু ভিকুনাও।
কলকাতার পাঁচতারা হোটেলে খাওয়া-দাওয়ার পাশাপাশি চলে ফটোসেশনও।
দলকে অভিনন্দন জানিয়ে ফেসবুকেও শুভেচ্ছা বার্তা পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সই করেন ফুটবলেও।
ডায়মণ্ড হারবার এফসি-র অফিসিয়াল ট্যুইটার পেজে ছবিও দেন ফুটবলাররা। মাঝে অবশ্যই অভিষেক।
খেলোয়াড়দের প্রত্যেকের সঙ্গে আলাদা করে দেখা করেন, কথাও বলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ।
৪ নভেম্বরই নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে ডায়মণ্ড হারবার এফ সি-র জন্য শুভেচ্ছাবার্তা লিখেছিলেন অভিষেক। এদিনও হ্যাশট্যাগ 'দমদারহারবার' দিয়ে ভিডিও শেয়ার করেন। চিফ প্যাট্রনকে পেয়ে খুশির জোয়ার টিমেও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -