Dona Ganguly Exclusive: সৌরভের সঙ্গে লর্ডসে ম্যাচ দেখাই জন্মদিনের আগাম উপহার, বলছেন ডোনা
রবিবার, ২২ অগাস্ট ৪৫ বছর সম্পূর্ণ করলেন ডোনা গঙ্গোপাধ্যায়। করোনা পরিস্থিতিতে বড়সড় কোনও সেলিব্রেশন হয়নি। বাড়িতেই সময় কাটালেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবিপি লাইভকে ডোনা বললেন, 'আজ রাখিপূর্ণিমা। আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়েছে। সিন্নি প্রসাদ খেয়েছি। আজ নিরামিশ খাওয়াদাওয়াই হয়েছে।'
ডোনা জানালেন, রবিবার বাড়িতে নিরামিশ রান্না বলেই শনিবার রাতে জন্মদিনের খাওয়াদাওয়া সেরে এসেছেন। পরিবারের সকলে মিলে বাইরে খেতে গিয়েছিলেন।
কেমন কাটল জন্মদিন? ডোনা বলছেন, 'সকালে বাড়ির পাশের বড়িশা স্পোর্টিং ক্লাবে দুর্গাপুজোর খুঁটিপুজো ছিল। সেখানেই ছিলাম। বিভিন্ন রীতিনীতি পালন করা হয়েছে। তারপর অনলাইনে নাচের ক্লাস নিয়েছি। সন্ধ্যাতেও ক্লাস রয়েছে। আর পাঁচটা দিনের মতোই কাটল।'
ডোনা জানালেন, মেয়ে সানা অনেককেই রাখি পরান। সকলের সঙ্গে গল্প করে অনেকক্ষণ সময় কাটিয়েছেন।
মেয়ে সানা কী উপহার দিলেন? ডোনা বলছেন, 'ও জগন্নাথ-বলরাম-সুভদ্রার একটা চমৎকার মূর্তি দিয়েছে। ওয়াল হ্যাঙ্গিং। দারুণ দেখতে। এখনও লাগানো হয়নি। আপাতত নাচের স্কুল দীক্ষামঞ্জরীতে রেখেছি। বাড়ির নীচের তলায় সংস্কারের কাজ চলছে। হয়ে গেলে সেখানে টাঙাবো ভাবছি।'
ডোনা যোগ করলেন, 'সদ্য লর্ডসে মহারাজের সঙ্গে টেস্ট ম্যাচ দেখে এলাম। সেটাই জন্মদিনের আগাম উপহার। এই তো মঙ্গলবার ফিরলাম।'
জন্মদিনে এখনও পর্যন্ত পাওয়া স্মরণীয় উপহার? ডোনা বলছেন, 'চল্লিশতম জন্মদিনে বাবা মার্সিডিজ গাড়ি কিনে দিয়েছিল। সেটা এখনও আমার কাছে ভীষণ প্রিয়।'
রবিবার সকালেি বাবা-মায়ের সঙ্গে দেখা করে আশীর্বাদ নিয়ে এসেছেন ডোনা।
ডোনা বলছেন, 'অন্যান্যবার এক সপ্তাহ ধরে নাচের স্কুলের ছাত্র-ছাত্রীরা আমার জন্মদিন পালন করত। অনেকে কেক নিয়ে আসত। সেগুলি কাটা হতো। তবে করোনা পরিস্থিতিতে এখন অনলাইন ক্লাস নিচ্ছি। তাই সেই দিনগুলি খুব মিস করছি।' *সাক্ষাৎকার: সন্দীপ সরকার
- - - - - - - - - Advertisement - - - - - - - - -