In Pics Barasat Rakhi 2021: রাখিবন্ধনেই আফগানদের সম্প্রীতির বার্তা বারাসতে
আফগানিস্তান জুড়ে শুধুই গুলির শব্দ। রাস্তায় রাস্তায় চলছে তালিবানি-তাণ্ডব! এই ছবি এখানে নেই। এখানে আফগানদের রাখী পরিয়ে সম্প্রীতির বার্তা দেওয়া হল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআফগানিস্তান থেকে ১,৮৫০ কিমি দূরে ভারতে পালিত হল রাখিবন্ধন উৎসব।
বারাসত হেলাবটতলা মোড়ে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব করা হয়। সেইখানে শহরে বসবাসকারী আফগানিদের নিয়ে এসে রাখিবন্ধন উৎসব পালন।।
দীর্ঘ পাঁচ দশক তাঁরা এই দেশের বাসিন্দা। তবু আফগানিস্তানের কান্দাহারে মন পড়ে রয়েছে তাঁদের।
আফগানিস্তানে তালিবানদের অত্যাচার শুরুর পর থেকেই দুশ্চিন্তায় তাঁরা। এখনও বোন ও ভাগ্নে রয়েছে তাঁদের মাতৃভূমিতে।
স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে মহিলা ও কচিকাঁচারা এলাকার আফগানদের রাখী পরিয়ে দিলেন।
কঠিন সময়ে রাখিবন্ধনের মাধ্যমে পাশে থাকার এই বার্তাই যেন এখন ভরসা জোগাচ্ছে কলকাতায় থাকা আফগানবাসীদের মনে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -