ABP Exclusive: দুর্গোৎসবে মেতে ক্রিকেটার শামির স্ত্রী হাসিন, আগ্রহ নেই বিশ্বকাপে
পিতৃপক্ষের অবসান হয়ে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোথাও আবার পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে ধুমধাম করে। নতুন পোশাকের গন্ধ গায়ে মেখে ঠাকুর দেখাও শুরু করে দিয়েছেন অনেকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাঙালির শ্রেষ্ঠ উৎসবের উন্মাদনা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেননি হাসিন জাহানও (Hasin Jahan)। শারদ শুভেচ্ছা জানাতে নিজেই হাজির দেবী দুর্গার (Durga Puja 2023) বেশে।
হ্যাঁ, ঠিকই পড়েছেন। দশভূজার রূপে দেখা গেল হাসিন জাহানকে। সম্পর্কে যিনি ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামির (Mohammed Shami) স্ত্রী।
ভিন্ন ধর্মাবলম্বী হয়েও যিনি দেবী দুর্গার বেশ ধরতে দুবার ভাবেননি।
কখনও কুমারটুলিতে নির্মীয়মাণ প্রতিমার সামনে টুকটুকে রক্তিম শাড়িতে-গয়নায়, কখনও আবার গঙ্গার পাড়ে লাল পেড়ে পরে ফটোশ্যুট করলেন হাসিন। সেই সঙ্গে সকলকে জানালেন শারদ শুভেচ্ছা।
হিন্দু দেবীর রূপে নিজেকে সাজাতে কোনও দ্বিধা-দন্দ্ব কাজ করেনি? এবিপি লাইভকে হাসিন বলছেন, 'না। একবারের জন্যও ভাবিনি। আর কেনই বা ভাবব। দুর্গাপুজো কি শুধু হিন্দুদের মধ্যেই সীমাবদ্ধ নাকি! বলা হয়, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আমরা সকলে বাঙালি। আমরা সব মানুষ। সেটাই আমাদের প্রধান পরিচয়। ধর্ম যার যার, উৎসব সবার। তাই আমি নিজে মুসলিম হয়েও দুর্গার বেশে নিজেকে সাজাতে দুবার ভাবিনি।'
কিন্তু কট্টরপন্থীদের রক্তচক্ষু? আগেও দোলপূর্ণিমায় বিশেষ ফটোশ্যুট করে বিতর্কের মুখে পড়েছিলেন হাসিন। দেওয়া হয়েছিল হুমকিও। সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছিল। দিন কয়েক আগের ঘটনা। অভিনেত্রী নুসরত জাহান দুর্গার বেশে সেজে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তীব্র বিতর্কের মধ্যে পড়েছিলেন। এমনকী, প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল। তাই দুর্গা সাজার আগে ভয় করেনি?
হাসিন রাখঢাক না করে বলছেন, 'সোশ্যাল মিডিয়ায় কে কী বলল আমার যায় আসে না। কারণ, বিপদে পড়লে তারা কেউ আমার পাশে থাকে না। যাঁরা পাশে এসে দাঁড়ান, তাঁরা কী বললেন সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।' যোগ করলেন, 'আমি মুসলিম বটে। তবে খুব প্রাণবন্ত পরিবেশে বড় হয়েছি। অ্যাথলেটিক্স করতাম ছোটখাট পোশাক পরে। পরে পেশাদার হিসাবে মডেলিং করেছি। খোলামেলা পোশাক নিয়ে বাড়ির কারও কোনও সমস্যা হয়নি। তাই বাইরের কে কী বলল আমার কিছু যায় আসে না। দুর্গাপুজোয় মেয়ে আইরাকে নিয়ে আমিও আর পাঁচজন বাঙালির মতোই মজা করব।'
আর ক্রিকেট? ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup) চলছে দেশের মাটিতে, দেখছেন না? শামির সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলছে। বধূ নির্যাতন-সহ একাধিক ধারায় আইনি সহায়তা নিয়েছেন হাসিন। সেই শামি বিশ্বকাপে ভারতের প্রথম তিন ম্যাচে প্রথম একাদশে জায়গা পাননি, খোঁজ রাখেন?
হাসিন বলছেন, 'সত্যি বলতে কী, ক্রিকেট দেখছি না। বিশ্বকাপের খবরও রাখছি না। শামি খেলছে কী খেলছে না আমার কিছু যায় আসে না।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -