Eden Gardens Exclusive: ৪ মাসে বদলে যাবে ইডেনের চেহারা, শুরু হয়ে গেল কাজ
অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup)। ১২ বছর পর ভারতের মাটিতে হচ্ছে পঞ্চাশ ওভারের বিশ্বযুদ্ধ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর সেই টুর্নামেন্টে দর্শকদের জন্য চমকের ব্যবস্থা করছে বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি (CAB)। নতুন রূপে সেজে উঠছে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স (Eden Gardens)।
এবিপি লাইভকে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলছিলেন, 'স্টেডিয়াম আমূল সংস্কার করা হবে। বৃহস্পতিবার থেকে ক্লাব হাউস সংস্কারের কাজ শুরু হয়ে গেল।'
পুরো ক্লাব হাউসের খোলনলচে বদলে ফেলা হবে। ওয়ান ডে বিশ্বকাপের সময় দর্শকরা নতুন ইডেন গার্ডেন্স দেখতে পাবেন।
ইডেনের ক্লাব হাউসের লোয়ার টিয়ারের বাকেট চেয়ার পাল্টে আগেই অত্যাধুনিক হাতলওয়ালা চেয়ার বসেছে।
আপার টিয়ারেরও সব বাকেট চেয়ার বদলে অত্যাধুনিক হাতলওয়ালা চেয়ার বসানো হবে। ক্লাব হাউসের একতলা, দোতলা ও তিনতলাকে নতুন চেহারা দেওয়া হবে।
ইডেনের ই, এফ, জি, এইচ, আই ব্লকেরও আমূল সংস্কার হবে। শুরু হবে শেডের কাজ। জানা গেল, ক্লাব হাউস সংলগ্ন চারটি ব্লক - বি, সি ও কে এবং এলে যেরকম শেড আছে, সেরকম টার্নস্টাইল শেডই হবে বাকি অংশে। তবে একটু অন্যরকম। আরও অত্যাধুনিক।
এবার স্টেডিয়াম সংস্কারের সময় ফের দর্শকাসনে কোপ পড়বে না তো? সিএবি প্রেসিডেন্ট বলছেন, 'না। দর্শকাসন আর কমবে না।'
মাঠেরও সামান্য সংস্কারের কাজ হবে। কীরকম? স্নেহাশিস বলছেন, 'মাঠের জল নিষ্কাশন ক্ষমতা বাড়ানোর জন্য কোরিং করে বালি ঢোকানে হবে। আগেও কোরিং করা হয়েছিল। বিশ্বকাপের আগে ফের একবার কোরিং করানো হবে।'
হাতে আর মাত্র চার মাস মতো সময়। দ্রুত কাজ সম্পন্ন করে ফেলতে তৎপর সিএবি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -